Moto G5S আর Moto G5S Plus ফোন দুটির দাম কমে গেছে

HIGHLIGHTS

এই দুটি স্মার্টফোন অ্যামাজন ইন্ডিয়া থেকে 2000 টাকা ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Moto G5S আর Moto G5S Plus ফোন দুটির দাম কমে গেছে

Moto G5S আর Moto G5S Plus ফোন দুটিকে ভারতে আগস্টে 13,999 টাকা আর 15,999 দামে লঞ্চ করা হয়েছিল। আর এবার এই দুটি ফোনের দামের ওপর সীমিত সময়ের জন্যে ডিস্কাউন্ট দেওয়া হচ্ছে। এই দুটি স্মার্টফোনের ওপর অ্যামাজন ইন্ডিয়া 2000 টাকার ডিস্কাউন্ট দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দাম কমার পরে Moto G5S ফোনটি এবার 11,999 টাকা দামে পাওয়া যাচ্ছে, আর সেখানে Moto G5S Plus ফোনটি 13,999 টাকা দামে কিনতে পাওয়া যাচ্ছে। তবে এখন এটি সীমিত সময়ের জন্য পাওয়া যাচ্ছে।

Moto G5S স্মার্টফোনটিকে হাই-গ্রেড অ্যালুমেনিয়ামের মাধ্যমে মেটাল ইউনিবডির ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 1920 x 1080 পিক্সাল রেজিলিউশান দেওয়া হয়েছে আর এই ফোনটি কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশান দেওয়া হয়েছে। এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আর এছাড়া এই ডিভাইসের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এবার এই ফোনটির হার্ডওয়ার কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার, 3GB র‍্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসটিতে 16মেগাপিক্সালের রেয়ার ক্যামেয়া আছে যা f/2.0 অ্যাপার্চার আর সিঙ্গেল LED ফ্ল্যাশ যুক্ত আর এর ফ্রন্টে LED ফ্ল্যাশের সঙ্গে 5 মেগকাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। এটি ওয়েক্তি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 নোউগাট দেওয়া হয়েছে।

Moto G5S Plus স্মার্টফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এর ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ডিভাইসটিতে দুটি 13 মেগাপিক্সালের সেন্সার আছে, যা হরাইজেন্টালি দেওয়া হয়েছে আর এটি f/2.0 অ্যাপার্চার যুক্ত। এই ডুয়াল ক্যামেরাটি আপনি পোট্রেটের জন্য বোখে এফেক্ট, ব্ল্যাক আর হোয়াইট কালার সিলেক্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড মোড বদলাবার জন্য ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ফ্রন্টে 8 মেগাপিক্সালের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ আর প্যানোরমা মোড যুক্ত।

Moto G5S Plus ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1920 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই হ্যান্ডসেটটিতে 2.0GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে যে স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট আছে আর এটি নাইট ডিসপ্লে আর কুইক রিপ্লাই এর মতন ফিচার্স যুক্ত। এই ফোনের ব্যাটারি 3000mAh এর।

কানেক্টিভিটির জন্য এই ডিভাইসটিতে 4G VoLTE, WiFi, ব্লুটুথ, ডুয়াল সিম, 3.5mm এর অডিও জ্যাক আর মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo