Moto G5S Plus ফোনটির দাম কমেগেছে

Updated on 02-Jan-2018
HIGHLIGHTS

এই ফোনটি ভারতে 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল

ভারতে Moto G5S Plus ফোনটির দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আর এই ডিস্কাউন্টের পরে ফোনটি 14,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির দামের ওপর 1000 টাকার দাম কমানো হয়েছে। এই ফোনটি ভারতে 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।

এই ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া কাল, এই ডিভাইসটিতে 13+13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনটিতে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4GB’র র‍্যাম দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে।

আর এর সঙ্গে এই ফোনে 5.5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত, আর এই ডিসপ্লের রেজিলিউশান 1080 x 1920 পিক্সাল। এই ফোনটিতে গোরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে। এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে, দুটি স্লটে 4G সিমের ব্যাবহার করা যায়। এই ফোনটিতে ফিঙ্গারফ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে অ্যান্ড্রয়েড v7.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ফোনে 2.0GHz স্ন্যাপড্র্যাগন 625 অক্টা-কোর প্রসেসারও আছে। এই ফোনটিতে 3000mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে।

Connect On :