Motorola ভারতে তাদের নতুন ফোন Moto G42 লঞ্চ করেছে। Moto G42 হল Moto G সিরিজের নতুন ডিভাইস এবং এটি Moto G41 এর একটি আপগ্রেড ভার্সন যা ইউরোপে গত বছর লঞ্চ করা হয়েছিল৷ Moto G42 এর সাথে 20:9 অ্যাস্পেক্ট রেশিও সহ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছিল। এছাড়াও এতে রয়েছে স্ন্যাপড্রাগন সিরিজের অক্টা-কোর প্রসেসর। Moto G42 ফোনের প্রতিযোগিতা হবে Redmi Note 11, Realme 9i এবং Poco M4 Pro-এর মতো স্মার্টফোনের সঙ্গে।
Moto G42 ফোনের 4GB RAM সহ 64GB স্টোরেজের দাম রাখা হয়েছে 13,999 টাকা। Moto G42 স্মার্টফোন 11 জুলাই থেকে ফ্লিপকার্ট (Flipkart) এবং রিটেল স্টোর থেকে আটলান্টিক গ্রিন এবং মেটালিক রোজ কালার অপশনে কেনা যাবে। লঞ্চ অফারের আওতায়, Moto G42 ফোনে 1000 টাকা ছাড় দেওয়া হচ্ছে, তবে আপনাকে SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
Price: | ₹13999 |
Release Date: | 31 Dec 2022 |
Variant: | 64 GB/4 GB RAM |
Market Status: | Launched |