Moto E5 Plus ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে থাকতে পারে

HIGHLIGHTS

বলা হচ্ছে যে এই স্মার্টফোনটি Moto X4 এর জায়গা নেবে

Moto E5 Plus ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে থাকতে পারে

এই সময় চলতে থাকা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2018তে কোন স্মার্টফোন নিয়ে আসেনি। কিন্তু এবার Evan Blass একটি রেন্ডার টুইট করেছে যা Moto E5 Plus বলা হয়েছে। এই ফোনটির ডিজাইনের বিষয়ে এই প্রথম জানা গেল। এই ইমেজটি ভাল করে দেখলে বোঝা যায় জে এই ফোনটির ডিসপ্লে সাইড পাতলা। মোটোরোলা ব্র্যান্ডিং এর ডিসপ্লের নীচে দেওয়া হ্যছে। ডিসপ্লের ওপরের সাইড নীচের সাইডের তুলনায় পাতলা।  ফ্লিপকার্টে শুরু হল অ্যাপেল ডেজ

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

এই ফোনটির পেছন দিকের অংশটি সম্প্রতি লঞ্চ হওয়া Moto X4 এর সঙ্গে অনেক মিল আছে। আর যদি এই রেন্ডারটিকে সত্যি বলে মনে করা হয় তবে এই ফোনটিতে গ্লাস ব্যাক থাকার সম্ভাবনা আছে আর ডুয়াল ক্যামের মডিউলও ত্রহাক্তে পারে, যেমনটা Moto X4 এ দেওয়া হয়েছে।

আর এর সঙ্গে এই ফোনটিতে 3.5mm এর অডিও জ্যাকও দেওয়া হতেপারে। যা ফোনের টপ এজে দেওয়া হবে। এটি একটি মাইক্রো USB চার্জিং পোর্ট যুক্ত হতে পারে যা ফোনের নীচের দিকে দেওয়া হতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo