Micromax Canvas 2 2017 স্মার্টফোনের সঙ্গে Airtel এর ফ্রি 4G ডাটা পাওয়া যাচ্ছে
Micromax Canvas 2 2017 স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েগেছে. ভারতীয় বাজারে এইস স্মার্টফোনটির দাম Rs.11,999 করা হয়েছে. এটি ক্রিম আর শ্যামপেন রঙে সেলের জন্য পাওয়া যাবে. এটি অফলাইন স্টোর থেকে কেনা যাবে.
আপনাদের বলে রাখি যে, কোম্পানি Micromax Canvas 2 কে 2102 সালে নিয়ে এসেছিল, সেই সময় এই ফোনটি খুব ভাল পারফরমেন্স করেছিল. এটাও বলে রাখি যে, Micromax Canvas 2 2017 এর সঙ্গে কোম্পানি বেশ কিছু খুব ভাল অফারও দিচ্ছে- যেমন এক বছরের মধ্যে একবার স্ক্রিন বদলাবার সুবিধা পাওয়া যাবে. এর সঙ্গে কোম্পানি Airtel এর সঙ্গেও একটি চুক্তি করেছে. যদি ইউজার্সরা এই ফোনে Airtel এর সিম ব্যবহার করে তবে তারা আনলিমিটেড কলের সুবিধা পাবে, প্রতিদিন 1GB 4G/3G ডাটা একবছরের জন্য পাওয়া যাবে. অর্থাত, একমাসে 600 মিনিট ফ্রি কলিং এর সুবিধা পাওয়া যাবে, এই সুবিধা নতুন ও পুরনো সব এয়ারটেল গ্রাহকরাই পাবে.
এই ডিভাইসের একটি অন্যতম বৈশিষ্ট্য এই যে, এতে গোরিলা গ্লাস 5 এর প্রটেকশন দেওয়া হয়েছে. এতে 5 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল. এর সঙ্গে এতে 1.3GHz কোয়াড-কোর মিডিয়াটেক 6737 প্রসেসার দেওয়া হয়েছে. এতে 3GB র্যাম আছে. এর সং এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 64GB অব্দি বাড়ানো যাবে.
এর সঙ্গে Micromax Canvas 2 2017 তে 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে. রেয়ার ক্যামেরায় f/2.0 অ্যাপার্চার, অটোফোকাস, 5P লেন্স আরও অনেক আলাদা ক্যামেরা মোড দেওয়া হয়েছে. এতে 3050mAh এর ব্যাটারি যুক্ত. এর সঙ্গে এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে. এতে ওয়াইফাই, মাইক্রো USB, 4G ডুয়াল সিম আর ব্লুটুথ এর মতন ফিচার্স আছে.