MI 9 PRO 5G ফোনটি 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে

MI 9 PRO 5G  ফোনটি 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

Mi 9 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি চিনের একটি ইভেন্টে লঞ্চ করা হয়েছে

এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ আর 4000mAH য়ের ব্যাটারি যা 40W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Xiaomi Mi 9 Pro 5G ফোনটিকে কোম্পানি অন্য 5G ফোন হিসাবে লঞ্চ করেছে। এই ফোনটি চিনে একটি ইভেন্টে লঞ্চ করা হয়েছে ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855+ চিপসেট, 4000mAh য়ের ব্যাটারি আর যা 40W ফাস্ট চার্জিং দেয়। আর এর সঙ্গে এই ফোনে আপনারা গেমবার কুলিং সাপোর্ট পাবেন আর ফোনটি এখন চিনেই লঞ্চ করা হয়েছে।

Mi 9 Pro 5G ফোনের দাম

Mi 9 Pro 5G ফোনটিকে আপনারা  CNY 3,699 মানে প্রায় 37,000 টাকায় পাবেন আর এটি এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম আর এই ফোনে আপনারা 8GB আর256GB স্টোরজ, 12GB+256GB, 12GB+512GB  মডেলে পাবেন আর এই ফোনের দাম যথাক্রমে CNY 3,799 মানে প্রায় 38,000 টাকা, CNY 4,099 প্রায় 41,100টাকা আর CNY 4,299 মানে প্রায় 43,100টাকা। আর এই ফোনটি আপনারা 30W ওয়ারলেস চার্জারের সঙ্গে পাবেন আর এই ফোনটি Qi স্ট্যান্ডার্ড সাপোর্টের সঙ্গে এসেছে আর এই ফোনে আপনারা CNY 199 মানে প্রায় 2000 দামে পাবেন।

Mi 9 Pro 5G র স্পেসিফিকেশান

এই  Xiaomi Mi 9 Pro 5G ফোনটি একটি ডুয়াল সিম সাপোর্টের সঙ্গে এসেছে আর এই ফোনে আছে MIUI 11। আর এই ফোনটিতে আপনারা একটি 6.39 ইঞ্চির FHD+ স্ক্রিন পাবেন আর এটি একটি AMOLED স্ক্রিন আর এই ফোনে আপনারা ওয়াটার ড্রপ নচ পাবেন। ফোনটিতে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 855+ আছে আর এই ফোনে 12GB র‍্যাম দেয়াওয়া হ্যছে। ফোনে আপনারা CPU কুল পাবেন।

ফোনটিতে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে আর ফোনের ব্যাটারি 108MP র ফাস্ট চার্জিং যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 30W ওয়ারলেস চার্জিং সাপোর্ট পাবেন। ফোনটিতে আপনারা 48MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 12MP র টেলিফটো লেন্স পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 16MP র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন। ফোনটিতে আপনারা 20MP র সেলফি ক্যামেরা পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo