Meizu 15, Meizu 15 Plus আর Meizu 15 Lite স্মার্টফোন গুলি লঞ্চ হল, এদের দাম আর বৈশিষ্ট্য জানুন

Meizu 15, Meizu 15 Plus আর Meizu 15 Lite স্মার্টফোন গুলি লঞ্চ হল, এদের দাম আর বৈশিষ্ট্য জানুন
HIGHLIGHTS

এই সময়ে 18:9 বা 19:9 অ্যাস্পেক্ট রেশিওর ফোন লঞ্চ হচ্ছে সেই সময়ে Meizu তাদের তিনটি নতুন স্মার্টফোন 16:9 অ্যাস্পকেট রেশিওর সঙ্গে লঞ্চ করল

Meizu’ কোম্পানির যে স্মার্টফোন গুলির অপেক্ষা এত দিন ধরে করা হচ্ছিল সেগুলি শেষ পর্যন্ত লঞ্চ হয়ে গেল। কোম্পানি তাদের তিনটি স্মার্টফোন সম্প্রতি লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোন গুলি হল Meizu 15, Meizu 15 Plus আর Meizu 15 Lite। আর এই সব ফোন গুলি AMOLED স্ক্রিন যুক্ত আর যা 16:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে যুক্ত।আর এই সময়ের ট্রেন্ড অবশ্য 18:9 আর এর সঙ্গে এখন 19:9 অ্যাস্পেক্ট রেশিওর কিছু ফোনও এই সময়ে আসা শুরু করে দিয়েছে সেখানে এই ফোনের এই অ্যাস্পেক্ট রেশিও এক্তু অবান করার মতন ব্যাপারই বটে।

Paytm Deal of the Day: আপনারা যদি একটি ভাল ব্লুটুথ স্পিকার কিনতে চান তবে আজকে আপনাদের সামনে একটি ভাল সুযোগ এসেছে

আর এবার আমরা Meizu 15 Plusস্মার্টফোনটির বিষয়ে দেখি, এই ফোনটিতে স্যাসংয়ের Exynos 8895প্রসেসার দেওয়া হয়েছে আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগনের মীড-রেঞ্জের প্রসেসার দেওয়া হয়েছে। আর আমরা যদি Meizu 15 ফোনটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 660চিপসেট আছে আর সেখানে এর লাইট ভার্সানে স্ন্যাপড্র্যাগন 626চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ফোন গুলির দাম

এই স্মার্টফোন গুলির দাম আর কবে থেকে এগুলি কিনতে পাওয়া যাবে তা একবার দেখে নেওয়া যাক। Meizu 15 আর 15 Plus স্মার্টফোন দুটি চিনে 29 এপ্রিল থেকে কিনতে পাওয়া যাবে। আর এর দাম কেমন তা দেখা নেওয়া যাক। এই ফোনটির প্লাস ভেরিয়েন্টটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের আর এর দাম CNY 3,000 আর যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় 32,200টাকা। আর এছাড়া এই ফোনটির অন্য ভেরিয়েন্টের দাম CYN 3,330 মানে ভারতীয় মুদ্রায় 34,120টাকার মতন।

আর এবার আমরা যদি Meizu 15ফোনটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিও 29এপ্রিল থেকে কিনতে পাওয়া যাবে আর এর দাম CYN 2,500 মানে ভারতীয় মুদ্রায় প্রায় 25,180টাকা হবে। আর এই ফোনটির বড় র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের দাম CYN 2,800 আর যা ভারতীয় মুদ্রায় হয় 28,913টাকা।

Meizu 15 Plus

এই স্মার্টফোনটির স্পেসিফিকেশান যদি দেখা হয় তবে দেখা যাবে যে এই ফোনটিতে একটি 5.95ইঞ্চির স্ক্রিন আছে যা AMOLED প্যানেল, কোয়াড HD রেজিলিউশানের সযঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে একটি 6GB’র র‍্যামের সঙ্গে 64আর 128GB’র ইন্টারনাল স্টোরে আছে।

ফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এতে আপনারা একটি 12মেগাপিক্সালের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনটিতে একটি 20মেগাপিক্সালের টেলিফটো লেন্সও দেওয়া হয়েছে। ফোনের সেলফি ক্যামেরাটিও 20মেগাপিক্সালের আর এর ব্যাটারি 3,500mAhয়ের।

Meizu 15

এই স্মার্টফোনটি কেমন তা একবার ডিটেলসে দেখা যাক, এই ফোনটিতে আপনারা একটি 5,46ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে আর তা FHD রেজিলিউশানের। আর এছাড়া এই ফোনটিতে আপনারা 4GB র‍্যাম আর 64GB আর 128GB স্টোরেজ অপশান পাবেন, আর এর সঙ্গে এর ক্যামেরা কেমন তাও একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে আপনারা 12+20মেগাপিক্সালের ক্যামেরা পাবেন আর ফোনটির ব্যাটারি 3,000mAhয়ের। আর এই ফোনটিতে একটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিও দেওয়া হয়েছে।

Meizu 15 Lite

আর এবার আমরা Meizu 15 Lite ফোনটি কেমন তা দেখে নি।, এই ফোনটিতে একটি 5.46ইঞ্চির 1080pরেজিলিউশানের ডিসপ্লে আছে আর এর সঙ্গে এতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

এই ফোনটিতে সিঙ্গেল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যা 12মেগাপিক্সালের সেন্সার যুক্ত। আর এছাড়া এই ডিভাইসে একটি 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 3,000mAhয়ের ক্ষমতা যুক্ত ব্যাটারি দেওয়া হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo