Meizu E3 স্মার্টফোনটিতে একটি 6GB র‍্যাম আর Snapdragon 636 প্রসেসারের সঙ্গে লঞ্চ হয়েছে

Meizu E3 স্মার্টফোনটিতে একটি 6GB র‍্যাম আর Snapdragon 636 প্রসেসারের সঙ্গে লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

Meizu E3 কোম্পানির নতুন স্মার্টফোন আর এটি এখন চিনে লঞ্চ করা হয়েছে

Meizu E3 কোম্পানির নতুন ফোন আর এখন এটি চিনে লঞ্চ করা হয়েছে। তবে এই স্মার্ট ফোনটি কিছু টপ এন্ড স্পেক্স আমরা দেখতেই পারি। তবে এর দাম যদি দেখেনে সেক্ষেত্রে এটা বলা যায় যে সেই তুলনায় এর স্পেক্স বেস ভাল। এই নতুন স্মার্টফোনটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এতে স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আর 6GB র‍্যাম দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই স্মার্টফোনইটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। আজকে পেটিএম মলে এই টেলিভিশান গুলির ওপর ভাল ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

আপনাদের এও বলে রাখি যে এই স্মার্টফোনটি চিনে 26 মার্চ থেকে প্রি-অর্ডার করা যেতে পারে। আর এর শিপিং শুরু হবে 31 মার্চ থেকে। এই স্মার্টফোনটি তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, এগুলি হল- ব্ল্যাক, ব্লু আর শ্যাম্পেন গোল্ড।

আমরা যদি এই স্মার্টফোনটির স্পেসিফিকেশান দেখে নি তবে দেখা যাবে যে এতে 5.99-ইঞ্চির FHD+ 1080×2160 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটিতে 7.2.1 নৌগাট দেওয়া হয়েছে। আর এতে কোয়ল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসারের সঙ্গে 6GB র‍্যাম দেওয়া হয়েছে।

আমরা যদি এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ দেখি তবে দেখা যাবে যে এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর রেয়ারে একটি ক্যামেরা আছে। আর এর সেন্সার গুলি কেমন তা এবার দেখে নেওয়া যাক। এতে আপনারা একটি 12-মেগাপিক্সালের Sony IMX362 সেন্সার পাবেন, আর এছাড়া এতে অন্য সেন্সারটি একটি 20-মেগাপিক্সালের Sony IMX350। এই দুটি ক্যামেরার সঙ্গে ভাল ছবি নেওয়া যাবে। আর এর সঙ্গে সঙ্গে আপনারা এই স্মার্টফোনের ফ্রন্টে একটি 8-মেগাপিক্সালের ক্যামেরা পাবেন।

এই ফোনটিতে আপনারা 64GB আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ পাবেন। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে। এই ডিভাইসের ব্যাটারি 3360mAh য়ের।

আর এবার আমরা এই ফোনের দাম কেমন তা দেখে নেব। আপনাদের জানিয়ে রাখি যে এই ডিভাইসের 64GB ভেরিয়েন্টের দাম CNY 1,799 মানে প্রায় 18,500 টাকা আর এছাড়া এর 128GB ভেরিয়েন্টের দাম CNY 1,999 মানে প্রায় 20,600 টাকা। আর আপনাদের বলে রাখি যে কোম্পানি এই ডিভাইসের সঙ্গে লিমিটেড এডিশান Meizu E3 J-20 স্মার্টফোনও লঞ্চ করেছে, যার দাম CNY 2,499 মানে প্রায় 25,700 টাকা।

Digit.in
Logo
Digit.in
Logo