Meizu E3 21 মার্চ লঞ্চ হতে পারে, এই ফোনটিতে 6GB র‍্যাম আর ডুয়াল ক্যামেরা থাকতে পারে

Updated on 07-Mar-2018
HIGHLIGHTS

এই ফোনটিতে 5.99-ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে থাকতে পারে, এটি একটি ফুল ভিউ ডিসপ্লে যুক্ত হবে

কোম্পানি গত মাসেই কোম্পানি একটি টিজার নিয়ে এসেছিল সেটি যদি সত্যি হয় তবে Meizu E3 ফোনটি আজ চিনে লঞ্চ হত তবে তেমন হয়নি। আর এখন কোম্পানি এই ফনিতর লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। এবার Meizu E3 ফোনটিকে কোম্পানি 21 মার্চ লঞ্চ করবে। অ্যামাজন অ্যাপেল ফেস্টিভালে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে

তবে এখনও অব্দি এই ফোনটির অনেক প্রেস রেন্ডার অনলাইনে লিক হয়েছে। যার মাধ্যমে এই ফোনটির বিষয়ে অনেক কিছু জানা গেছে। এই ফোনটিকে গত মাসে টিনাতে লিস্ট করা হয়েছিল। আর সম্প্রতি এই ফোনটির কিছু ছবি ওয়েবোতে দেখা গেছিল।

টিনার লিস্টিং অনুসারে এই ফোনটিতে 5.99-ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে থাকতে পারে। এটি একটি ফুল ভিউ ডিসপ্লে যুক্ত হবে, যার মানে এই যে এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 হবে। আর এর সঙ্গে এই ফোনটিতে 12+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও থাকতে পারে।

সোর্সঃ

Connect On :