স্যামসাংয়ের প্রতিক্ষিত ফোন Samsung Galaxy Note 10 2019 সালের আগস্ট মাসে লঞ্চ করা হতে পারে। আর এই ফোনটির বিষয়ে এর মধ্যে একাধিক গুজব সামনে এসেছে। আর এই ফোনটি দুটি মডেলে আসতে পারে। আর একটি গুজব অনুসারে গ্যালাক্সি নোট 10 ফোনের দাম জানা গেছে।
আপনাদের বলে রাখি যে রাশিয়ান ওয়েবসাইট Hi-Tech জানিয়েছে যা GSMArena থেকে পাওয়া গেছে। এই স্যামসাংফোনটির দাম এতি রিপোর্ট অনুসারে প্রায় 1,100 -1,200 ডলার মানে প্রায় 76,000-83,000 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। আর এই ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসতে পারে।
এই আপকামিং ফোনটি দুটি মডেল একটি 5G মডেলে আসতে পারে। আর এই ফোনটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে আসতে পারে।
এর আগের রিপোর্ট অন্সুয়ারে galaxy Note 10 ফোনটির স্ক্রিন সাইজ দুটি আলাদা আলাদা হতে পারে। আর এর প্রোভেরিয়েন্টে 4500mAh য়ের আর এর বেস ভেরিয়েন্টে 3400mAH য়ের ব্যাটারি থাকতে পারে।