মাত্র 5999 টাকার শুরু দামে লঞ্চ হল Lava এর দুটি স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

Updated on 29-May-2025
HIGHLIGHTS

Lava দুটি কম বাজেট মোবাইল ফোন LAVA Bold N1 এবং LAVA Bold N1 Pro ভারতে লঞ্চ করা হয়েছে

লাভা বোল্ড এন১ ফোনের দাম মাত্র 5999 টাকা রাখা হয়েছে যার বিক্রি 4 জুন থেকে শুরু হবে

লাভা বোল্ড এন১ প্রো ফোনটি 6799 টাকায় লঞ্চ করা হয়েছে যার বিক্রি 2 জুন থেকে শুরু হবে

পারফরম্যান্সের জন্য লাভা বোল্ড এন১ ফোনে অক্টা-কোর ইউনিসোক প্রসেসর দেওয়া হয়েছে

ফটোগ্রাফির ক্ষেত্রে বোল্ড এন১ প্রো তে 50 মেগাপিক্সেল তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া

লাভা আজ ভারতীয় বাজারে তার প্রোডাক্ট পোর্টফলিওতে বোল্ড সিরিজের নতুন ফোন চালু করেছে। কোম্পানির তরফে দুটি কম বাজেট মোবাইল ফোন LAVA Bold N1 এবং LAVA Bold N1 Pro ভারতে লঞ্চ করা হয়েছে। নতুন লাভা মোবাইল ফোনের দাম মাত্র 5999 টাকা থেকে শুরু হয়। লাভা বোল্ড এন১ এবং বোল্ড এন১ প্রো ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Lava Bold N1 Series এর ফোনের ভারতে দাম কত

লাভা তার দুটি নতুন ফোন সিঙ্গেল ভ্যারিয়্যান্টে চালু করেছে। লাভা বোল্ড এন১ ফোনের দাম মাত্র 5999 টাকা রাখা হয়েছে যার বিক্রি 4 জুন থেকে শুরু হবে। তবে লাভা বোল্ড এন১ প্রো ফোনটি 6799 টাকায় লঞ্চ করা হয়েছে যার বিক্রি 2 জুন থেকে শুরু হবে। কোম্পানি ‘প্রো’ মডেলে 100 টাকার ছাড়ও দেবে। এই দুটি লো বাজেট স্মার্টফোন শপিং সাইট Amazon এ বিক্রি করা হবে।

আরও পড়ুন: OnePlus 13s vs OnePlus 13R: ওয়ানপ্লাস ১৩আর থেকে কতটা আলাদা হবে আপকামিং ওয়ানপ্লাস ১৩এস, জানুন সমস্ত ডিটেল

LAVA Bold N1 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, এই স্মার্টফোনে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য লাভা বোল্ড এন১ ফোনে অক্টা-কোর ইউনিসোক প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android 14 Go Edition এ চলে। লাভা ফোনের সাথে 4GB RAM সহ 4GB ভার্চুয়াল RAM অপশন পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে 64GB মেমোরি দেওয়া।

ফটোগ্রাফির ক্ষেত্রে লাভা বোল্ড এন১ ফোনে 13 মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যা 10W এর টাইপ সি চার্জর বক্সে দেওয়া।

Bold N1 Pro ফোনের স্পেসিফিকেশন কেমন রয়েছে

ডিসপ্লে হিসেবে লাভা বোল্ড এন১ প্রো ফোনে 6.67-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া যা 720×1612 পিক্সেল রেজোলিউশন 120Hz রিফ্রেশ রেট সহ আসে। পারফরম্যান্সের জন্য লাভা বোল্ড এন১ প্রো ফোনটি ইউনিসোক T606 অক্টা কোর প্রসেসরে কাজ করে। এটি Android 14 তে চলে। সাথে এটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে বোল্ড এন১ প্রো তে 50 মেগাপিক্সেল তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনের সাথে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 10W চার্জর সহ আসে।

আরও পড়ুন: লঞ্চের আগেই Nothing Phone 3 এর ডিজাইন প্রকাশ, পোস্ট হল টিজার, জুলাই মাসে হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :