ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে Lava Z61 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হল, দাম মাত্র 5,750 টাকা

HIGHLIGHTS

Lava Z61 স্মার্টফোনটির দাম 5,750 টাকা আর এই ডিভাইসটি সারা দেশে 80,000য়ের বেশি রিটেল স্টোর্সে কেনা যাবে

ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে Lava Z61 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হল, দাম মাত্র 5,750 টাকা

Lava ইন্টারন্যাশানাল আজকে ভারতে তাদের লেটেস্ট বাজেট-সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করেছে এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসের নাম Lava Z61 আর এই ডিভাইসটি ভারতে 5,750 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি সারা দেশে 80,000য়ের বেশি রিটেল স্টোরে কেনা যাবে। আর এটি ব্ল্যাক আর গোল্ড কালার অপশানে কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Z61 স্মার্টফোনের কিছু অফার

কোম্পানি এই ডিভাইসটি কিছু অফারের সঙ্গে লঞ্চ করেছে। প্রথমে রিলায়েন্স জিওর ইউজার্সরা এই ডিভাইসটি কিনলে 2,200টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। আর এই ক্যাশব্যাক গ্রাহক্রা 50 টাকার 44টি ভাউচার হিসাবে পাবেন। যা 198 টাকা আর 299 তাকার প্ল্যানে রিচার্জ করা যাবে। আর এই ভাউচার মাইজিও অ্যাপে পাওয়া যাবে। আর এই অফারে জিওর বর্তমান আর নতুন সব গ্রাহকরাই পাবেন। আর কোম্পানির লেটেস্ট স্মার্টফোনের সঙ্গে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও দেওয়া হয়েছে যা 30 সেপ্টেম্বর 2018 পর্যন্ত ভ্যালিড থাকবে।

Lava Z61 স্মার্টফোনের স্পেক্স ফিচার্স আর ক্যামেরা

আমরা যদি LavaZ61 স্মার্টফোনটি দেখি তবে দেখা যাবে যে এতে 5.45 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1440×720 পিক্সাল। আর এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এটি কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে 1.5GHz কোয়াড কোর প্রসেসার দেওয়া হয়েছে আর এটি 1GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর কোম্পানি বলেছে যে আগস্টে এই ডিভাইসটির 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হবে।

আমরা যদি এই স্মার্টফোনটির ক্যামেরার বিষয়টি দেখি তবে দেখা যাবে যে এই ডিভাইসের রেয়ারে 8মেগাপিক্সলের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটি অটোফোকাস আর LED ফ্ল্যাশ যুক্ত ডিভাইস। আর এই ডিভাইসের ফ্রন্টে 5 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশান) নির্ভর। আর এই ডিভাইসে একটি 3000mAh য়ের ব্যাটারি আছে। আর এর বিষয়ে কোম্পানি দাবি করেছে যে এটি একবার চার্জ করলে 1.5 দিন পর্যন্ত চলে যায়। আর কানেক্টিভিটির কথা যদি বলা হয় তবে বলি যে এই ডিভাইসে ব্লুটুথ 4.1, WiFi, GPS, ডুয়াল সিম আর মাইক্রো USB পোর্টের সাপোর্ট আছে। আর এই ফোনটির থিকনেস 8.65 mm।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo