জিওফোনের সঙ্গে দারুন এই অফার আর এটি আপনারা এখানে রেজিস্টার করতে পারবেন

Updated on 19-Jun-2019
HIGHLIGHTS

জিও ফোনের দাম 1500 টাকা

আর এই অফার 99টাকার রিচার্জ ভাউচারে

ফোনের জন্য রেজিস্ট্রেশান করতে পারবেন

ভারতে জিও এর মধ্যে তাদের দুটি ফোন লঞ্চ করেছে। একটি জিও ফোন আর পরের ভার্সানটি জিওফোন 2 আর এর মধ্যে বিভিন্ন লিক থেকে এও জানা গেছে যে খুব তাড়াতাড়ি হয়ত কোম্পানি তাদের তৃতীয় ফোন লঞ্চ করবে। তবে আজকে এখানে আমরা আপনাদের জিওফোন আর তার কিছু অলফারের বিষয়ে বলব।

আপনারা এই জিও ফোন যা ভারতের স্মার্টফোন ট্যাগ লাইনে এসেছে তা যদি জিওর সাইট থেকে কেনেন তবে ছয় মাসের জন্য আনলিমিটেড ভয়েস আর ডাটা পাবেন। আর সঙ্গে পাবেন 600 র বেশি টিভি চ্যানেল, 7000 য়ের বেশি সিনেমা আর 4 কোটির বেশি গানের সম্ভার। তবে এখানে একটি ছোট শর্ত এই যে এটি হাঙ্গামা অফারের অন্তর্গত। এখানে আপনারা এই ফোন কিনতে চাইলে তার জন্য রেজিস্টার করতে পারবনে। আর ফোনটি সেলে এলে তা আপনি জানতে পারবেন ও কিনতে পারবেন।

আর এর সঙ্গে আপনাদের এও বলি যে জিও ফোনের জন্য আপনাদের 1500 টাকা দিতে হবে আর এই টাকা আপনারা ফেরতও পেয়ে যাবেন। আর আপনারা 501 টাকা রিফান্ড পাবেন আর 594 টাকা ছয়মাসের 99 টাকার রিচার্জে পাবেন। আর এর সঙ্গে এটি একটি স্পেশাল জিও ফোন অফার।

Connect On :