#image_title
Reliance Jio তার সস্তা প্রিপেইড প্ল্যান শুধু নয়, বরং কোম্পানির সস্তা ফোনের জন্য বাজারে বেশি জনপ্রিয়। দেশের প্রতিটি গ্রামাঞ্চলে 4G Phone পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে Reliance Jio এবং Karbonn এক সাথে হাত মিলিয়ে Jio Bharat 4G কম দামি ফোন লঞ্চ করেছে।
Jio এর Jio Bharat 4G ফোনটি মাত্র 999 টাকায় বাজারে আনা হয়েছে। এই ফোনে গ্রাহকরা JioCinema, JioSaavan, FM Radio, UPI মতো একাধিক সুবিধা পাবেন। আসুন ফোনের দাম, ফিচার এবং সেল তারিখ জেনে নেওয়া যাক।
জিও ভারত 4G ফোনটি রিলায়েন্স ডিজিটাল স্টোর এবং জিওর রিটেল স্টোরে আগে থেকেই বিক্রি করা হচ্ছিল। এখন কোম্পানি Amazon সাইটের সেল এবং দাম সম্পর্কে ডিটেল দিয়েছে।
Amazon টিজারে প্রকাশ করা হয়েছে যে এই 4G ফোন 28 অগাস্ট থেকে দুপুর 12 থেকে বিক্রি করা হবে।
দামের কথা বললে, Jio Bharat 4G ফিচার ফোনটি মাত্র 999 টাকায় বিক্রি করা হবে। ফোনে কিছু অফারও দেওয়া যেতে পারে।
Jio Bharat 4G ফোনে 1.77-ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
ফোনে T9-স্টাইল কীপ্যাড রয়েছে।
পাওয়ার দিতে ফোনে 1,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
ফিচার ফোন হলেও, এই ডিভাইসে স্মার্টফোনের মতো ফিচার পাওয়া যায়। এতে আপনি UPI পেমেন্টও করা যাবে।
জিও গ্রাহকরা ডিভাইসে LED ফ্ল্যাশ সহ 0.3MP (VGA) রিয়ার ক্যামেরা পাবেন।
এছাড়া এই ফোনে 4G LTE কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে।