#image_title
ভারতীয় বাজারে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ 31 অগাস্ট বাজারে আসেছে iQoo Z7 Pro 5G ফোন। চীনা মোবাইল কোম্পানি তার আপকামিং ডিভাইসের লঞ্চের আগেই একাধিক তথ্য টিজ করে দিয়েছে। ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং Antutu স্কোর এর বিষয় জানিয়ে দিয়েছে সংস্থা।
তবে এখন iQoo আপকামিং ফোনের নতুন কালার অপশন এর বিষয় তথ্য দিয়েছে। আপকামিং ফোনটি iQoo Z7 5G সিরিজের আওতায় আনা হবে, যা এই বছরের শুরু March মার্চ লঞ্চ করা হয়েছিল। এছাড়া iQoo Z7 Pro 5G ফোনটি কোম্পানি iQoo Z6 Pro এর সাক্সেসার হিসেবে বাজারে আসবে।
আরও পড়ুন: Top 5 Phones under 15000: সস্তা 5G ফোন খুঁজছেন? এই 5 সেরা ফোন কী রয়েছে আপনার তালিকায়?
iQoo এর অফিসায়ল হ্যান্ডেল থেকে একেটি টুইট করা হয়েছে। কোম্পানি এই পোস্টে iQoo Z7 Pro 5G ফোনটি নতুন গ্রাফাইট ম্যাট কালার অপশনে টিজ করে গেছে। এর আগে ফোনটি ব্লু লেগুন কালার অপশনে দেখা গেছিল। আপকামিং ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 64-মেগাপিক্সেল LED ডুয়াল ক্যামেরা সহ আসবে। এছাড়া এতে একটি রিং সাইজের LED ফ্ল্যাশও দেখা যাবে, যা ফোনের পিছনের প্যানেলের উপরের ডানদিকে কোণায় ফিট করা হবে। ফোনের ডিসপ্লেতে একটি ফ্রন্ট ক্যামেরা সেন্সর এবং হোল-পাঞ্চ স্লট দেওয়া হবে।
https://twitter.com/IqooInd/status/1695413282444619953?ref_src=twsrc%5Etfw
আরও পড়ুন: Realme 11X 5G First Sale: রিয়েলমির 64MP AI ক্যামেরা সহ ফোনের আজ প্রথম সেল, দাম 15000 টাকার কম
iQoo Z7 Pro 5G ফোনের ডিসপ্লেতে থাকবে 120Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পীক ব্রাইটনেস পাওয়া যাবে।
ফোনটি 3D কার্ভড সুপার ভিশন এমোলেড ডিসপ্লের সাতে আনা হবে।
আপকামিং আইকিউ Z7 pro 5G ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেটের সাথে বাজারে আনা হবে।
ফোনটি 8GB RAM এবং 256GB ইনবিল্ট স্টোরেজের সাথে আসবে।
দামের কথা বললে, iQoo Z7 Pro ফোনটি 25 হাজার টাকারও কম দামে আসবে। তবে কোম্পানির তরফে এখন ফোনের দাম সম্পর্কে কোনো তথ্য় দেওয়া হয়েনি।