আইকিউ ভারতীয় বাজারে তার নতুন বাজেট স্মার্টফোন iQOO Z10R লঞ্চ করে দিয়েছে। আইকিউ জি১০আর ফোনের বিশেষত্ব হল যে এতে সেলফি এবং রিয়ার ক্যামেরা 4K ভিডিও শুট সাপোর্ট দেওয়া। ভারতে আইকিউ জি১০আর ফোনের দাম 17,499 (অফারের পর) থেকে শুরু হয়। কোম্পানির দাবি যে আইকিউ জি১০আর ফোনটি 20 হাজার টাকার কম দামের সেগামেন্টে সবচেয়ে ফাস্ট আইকিউ স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যা নতুন আইকিউ জি১০আর ফোনের দাম থেকে স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।
ভারতে iQOO Z10R স্মার্টফোনের দাম কত
দামের কথা বললে, আইকিউ জি১০আর ফোনের দাম 19,499 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ কেনা যাবে। ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে ভারতে আনা হয়েছে। এতে 8GB RAM+256GB স্টোরেজের দাম 21,499 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলে দাম 23,499 টাকা রাখা হয়েছে।
আইকিউ জি১০আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, আইকিউ জি১০আর ফোনটি ভারতে সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড ডিসপ্লে অফার করে। এতে 6.77-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রের রেট, 1800 নিট পিক ব্রাইটনেস এবং FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। প্রসেসর হিসেবে আইকিউ জি১০আর ফোনটি MediaTek Dimensity 7400 5G চিপসেটে কাজ করে যা 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে ফোনে 5700mAh ব্যাটারি দেওয়া যা 44 ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে বাইপাস চার্জিং দেওয়া যা গেম খেলার সময় ফোনের ব্যাটারি কম গরম করবে। এটি লেটেস্ট Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর দেওয়া। এটি 4K আল্ট্রা ক্লিয়ার ভিডিো রেকর্ড করতে সক্ষম। এছাড়া এতে 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা পেয়ার করা। ফ্রন্টে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল 4K সেলফি ক্যামেরা যা AI ফেস কারেকশন সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.