7300mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ব্যাটারি সহ iQOO 5G ফোন হল দেদার সস্তা, 20 হাজারের কম দামে কেনার সুযোগ

Updated on 11-Jun-2025
HIGHLIGHTS

iQOO এই বছরের শুরুতে ভারতে তার মিড রেঞ্জ সেগামেন্টে নতুন স্মার্টফোন iQOO Z10 5G লঞ্চ করেছিল

আইকিউ জেড১০ ফোনটি এখন 20,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে

এই ফোনটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা কম বাজেটে বেশি পাওয়ার এবং পারফরম্যান্স চান

iQOO এই বছরের শুরুতে ভারতে তার মিড রেঞ্জ সেগামেন্টে নতুন স্মার্টফোন iQOO Z10 5G লঞ্চ করেছিল। এই ফোনটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা কম বাজেটে বেশি পাওয়ার এবং পারফরম্যান্স চান। আইকিউ জেড১০ ফোনটি এখন 20,000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোথায় পাবেন এই অফারটি।

iQOO Z10 ফোনের দাম কত এবং অফার কী

ভারতে আইকিউ জেড১০ তিনটি স্টোরেজ মডেলে আসে। আইকিউ ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 21,998 টাকা দামে Amazon সাইটে লিস্ট করা। ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 23,998 টাকা এবং টপ মডেল 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 25,998 টাকা দামে লিস্ট করা হয়েছে।

আরও পড়ুন: পাওয়ারফুল 100X জুম সহ Vivo T4 Ultra 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, 12GB পর্যন্ত RAM সহ এই ফোনের দাম কত জানুন

তবে অফারের আওতায় ICICI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এই ছাড়ের পর ফোনের বেস মডেলের দাম 19,998 টাকা হয় যাবে। যার মানে 8GB RAM+128GB মডেলটি 20 হাজারের কম দামে কেনা যাবে।

আইকিউ জেড১০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, আইকিউ জেড১০ ফোনে 6.67-ইঞ্চির AMOLED স্ক্রিন দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিভাইসটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জে১০ ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর সহ OIS সাপোর্ট। সেলফির ক্ষেত্রে ফোনে থাকছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য আইকিউ জে১০ ফোনে দেওয়া Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট। এটি 12GB RAM সহ পেয়ার করা।

পাওয়ার দিতে আইকিউ জে১০ ফোনে 7300mAh ব্যাটারি দেওয়া যা 90W FlashCharge সাপোর্ট করে।

আরও পড়ুন: প্রকাশ্যে এল Nothing Phone 3 এর প্রথম লুক, নতুন ডিজাইন সহ ভারতীয় দাম লিক, জানুন কেমন হবে স্মার্টফোনটি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :