iQOO Neo 9 Pro 5G available at lowest price ever on Amazon
30 হাজার টাকার দামে নতুন ফোন কিনতে চান, তবে iQOO Neo 9 Pro 5G আপনার জন্য একটি ভাল অপশন হতে পারে। আসলে iQOO Quest Days Sale চলাকালীন এই ফোনে দুর্দান্ত ডিল দেওয়া হচ্ছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে আইকিউ নিও9 প্রো ফোনে 4000 টাকার ছাড় পাওয়া যাবে।
আইকিউ নিও9 প্রো ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ মডেলটি 31,999 টাকায় বিক্রি হচ্ছে। Amazon সাইটে এই ফোনে 2000 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পরে এই ফোনের দাম কমে 29,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: মাত্র 10 হাজার টাকা খরচে কিনুন 108MP ক্যামেরা সহ POCO 5G ফোন, প্রথমবার হল 3250 টাকা সস্তা
শুধু তাই নয়, কোম্পানি এই ফোনে ICICI এবং HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম আরও 2000 টাকা কমে 27,999 টাকা হয় যাবে। সমস্ত অফার মিলিয়ে ফোনটি 4000 টাকা সস্তায় কেনা যাবে।
এছাড়া, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 28,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, আইকিউ ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে 144Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস সাপোর্ট করে। ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা। প্রসেসর হিসেবে ফোনে Snapdragon 8 Gen 2 দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP মেইন ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5160mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 120W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: মাত্র 6299 টাকায় বিক্রি হচ্ছে এই সস্তা Samsung স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি