7000 টাকা সস্তায় কিনুন লেটেস্ট iQOO 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই ডিল

Updated on 15-Jan-2026

Amazon 16 জানুয়ারী তার Great Republic Day sale 2026 শুরু করতে চলেছে, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টে ব্যাপক ছাড় দেওয়া হবে। এই সেলে স্মার্টফোন ও ট্যাবলেট, ল্যাপটপ ও টেলিভিশন, ক্যামেরা ও অ্যাকসেসরিজ, অডিও ডিভাইস, ওয়্যারেবলস সহ হোম অ্যাপ্লায়েন্সে পাওয়া যাবে। তবে আপনি যদি এই সুযোগে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে, এটা সবচেয়ে সেরা সময়। আসলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে iQOO 15 স্মার্টফোনটি অনেক কম দামে বিক্রি হবে।

আসলে অ্যামাজন তার সেল শুরু হওয়ার আগেই বিভিন্ন স্মার্টফোনের ডিল প্রকাশ করে দিয়েছে। এতে আইকিউ স্মার্টফোনও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে আইকিউ 15 ফোনটি।

আরও পড়ুন: 22 হাজার টাকা সস্তা হল Samsung এর 200MP ক্যামেরা স্মার্টফোন, রিপাবলিক ডে সেলের আগেই দেদার ছাড়

Amazon ডিলে iQOO 15 স্মার্টফোন কত টাকা সস্তায় কেনা যাবে

আইকিউ 15 ফোনটি ভারতে 72,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়ছিল। তবে অ্যামাজন রিপাবলিক ডে সেলে এই ফোনটি 65,999 টাকা দামে বিক্রি হবে। আইকিউ 15 ফোনের এই দামটি ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাবে।

আইকিউ 15 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, আইকিউ 15 ফোনে রয়েছে 6.85-ইঞ্চি OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং 2600 নিট পিক ব্রাইটনেস অফার করে।

প্রসেসর হিসেবে আইকিউ 15 ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite Gen 5 মোবাইল প্ল্যাটফর্মে চলে, সাথে রয়েছে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ।

এছাড়াও, পাওয়ার দিতে ডিভাইসে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন: 365 দিন পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড 5G, কলিং সাথে ফ্রি OTT, সমস্ত কিছু Airtel এর একটি রিচার্জ প্ল্যানে

ফটোগ্রাফির জন্য, আইকিউ 15 ফোনে রয়েছে একটি ট্রিপল 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে একটি প্রাইমারি Sony IMX921 সেন্সর, একটি 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স (লসলেস জুম সহ) এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল শুটার রয়েছে। ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :