7000mAh ব্যাটারি এবং নতুন Snapdragon প্রসেসর সহ iQOO 15 স্মার্টফোন লঞ্চ

Updated on 21-Oct-2025
HIGHLIGHTS

আইকু অবশেষে বাজারে তাদের নতুন পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, iQOO 15 লঞ্চ করেছে

আইকিউ 15 পাঁচটি ভিন্ন ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে, যার দাম প্রায় 51,780 টাকা থেকে শুরু হয়

ভারতীয় বাজারে এই আইকিউ 15 ফোনটি চলতি বছরের নভেম্বর মাসে লঞ্চ হতে পারে

আইকু অবশেষে চীনের বাজারে তাদের নতুন পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, iQOO 15 লঞ্চ করেছে। কোম্পানি তার নতুন ডিভাইসে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ডিজাইনের পাশাপাশি এডভান্স ফিচারও অফার করেছে। আইকিউ 15 পাঁচটি ভিন্ন ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে, যার দাম শুরু হচ্ছে 4,199 ইউয়ান (প্রায় 51,780 টাকা) থেকে। ভারতীয় বাজারে এই আইকিউ 15 ফোনটি চলতি বছরের নভেম্বর মাসে লঞ্চ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কেমন ফিচার রয়েছে আইকিউ 15 ফোনে।

iQOO 15 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

স্পেসিফিকেশনের কথা বললে, আইকু এর নতুন ডিভাইসটি 6.85 ইঞ্চির 2K+ কার্ভড Samsung M14 8T LTPO AMOLED ডিসপ্লে সহ আসে। ডিভাইসে HDR10+, 144Hz রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট দেওয়া। শুধু তাই নয়, ডিসপ্লেতে 6000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন: 11 মাস পর্যন্ত হবে না কোনো টাকা খরচ, BSNL দিচ্ছে সস্তা রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং, একগুচ্ছ ডেটা

ক্যামেরার কথা বললে, আইকিউ 15 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের। সাথে ডিভাইসে 50 মেগাপিক্সেল 150° আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পেয়ার করা। ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারির ক্ষেত্রে আইকিউ 15 ফোনে পাওয়া যাবে 7000mAh এর বড় ব্যাটারি, যা 100W আল্ট্রা-ফাস্ট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ আসে। সাথে ফোনে 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া। যা মানে ফোনটি কিছু মিনিটে ফুল চার্জ হতে পারে।

আইকিউ 15 ফোনের দাম এবং বিক্রি

  • আইকিউ 15 এর 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 4199 ইউয়ান (প্রায় 51,780 টাকা)।
  • আইকিউ 15 এর 16GB+256GB স্টোরেজ মডেলের দাম 4499 ইউয়ান (প্রায় 55,480 টাকা)।
  • আইকিউ 15 এর 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 4699 ইউয়ান (প্রায় 57,945 টাকা)।
  • আইকিউ 15 এর 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 4999 ইউয়ান (প্রায় 61,660 টাকা)।
  • আইকিউ 15 এর 16GB+1TB (অনার অফ কিংস এডিশন) স্টোরেজ মডেলের দাম 5499 ইউয়ান (প্রায় 67,830 টাকা)।

নতুন আইকিউ 15 ফোনের বিক্রি চীনে শুরু হয় গেছে।

আরও পড়ুন: Vodafone Idea এর 365 দিনের সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, বছরভর মনখুলে বলুন কথা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :