লঞ্চের আগে iQOO 15 স্মার্টফোনের ভারতীয় দাম লিক, প্রিবুকিং অফারে মিলবে Free Earbuds, জানুন কত হবে দাম

Updated on 21-Nov-2025

iQOO 15 Price leaked: আইকিউ এর পরবর্তী ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনটি 26 নভেম্বর ভারত সহ গ্লোবাল বাজারে আনা হবে। তবে ইতিমধ্যেই আইকিউ 15 ফোনের দাম ফাঁস হয় গেছে। গ্রাহকরা নতুন ফোনটি প্রি-বুকিং করতে পারবেন যার সাথে কোম্পানি একগুচ্ছ অফারও দিচ্ছে। আইকিউ 15 ফোনের প্রিবুকিং 20 নভেম্বর থেকে শুরু হয় গেছে।

একটি নতুন লিকে দাবি করা হয়েছে যে হ্যান্ডসেটটি Amazon India সাইট লিস্ট করা হয়েছিল। এখান থেকে জানা গেছে যে আপকামিং আইকিউ 15 ফোনের কোন ভ্যারিয়্যান্টের জন্য কত টাকা খরচ করতে হবে।

iQOO 15 ফোনের প্রিবুকিং অফার

আমাজন ইন্ডিয়া ওয়েবসাইট, এবং iQOO ইন্ডিয়া অনলাইন স্টোরে গিয়ে গ্রাহকরা প্রাথমিক পাস (Priority Pass) পেতে পারেন। 1000 টাকার পেমেন্টে গ্রাহকরা প্রায়রিটি পাস পেতে পারেন। এই দামটি ফোন কেনার সময় কুপন অফারে বদলে যাবে। যার মানে আপনি বিনামূল্যে প্রিবুকিং করতে পারবেন।

কোম্পানি 27শে নভেম্বর আইকিউ 15 প্রায়োরিটি পাস গ্রাহকদের জন্য একটি বিশেষ সেল উইন্ডো খোলা হবে। যার আওতায় 27 নভেম্বর দুপুর 12টা থেকে 28 নভেম্বর পর্যন্ত ফোনটি কিনতে পারবেন। প্রায়োরিটি পাসের মাধ্যমে ফোন কিনলে ইউজারদের “আগে আসলে আগে পাবেন” অফারের আওতায় বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Nothing এর এই লেটেস্ট স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 33 হাজার টাকার বেশি ছাড়, এছাড়া অফারও

কোম্পানি আইকিউ 15 কেনার সাথে কোম্পানি বিনামূল্যে iQOO TWS 1e দেওয়ার দাবি করছে। যার সাথে গ্রাহকরা 12 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও পাবেন, যার ফলে মোট ওয়ারেন্টি সুবিধা দুই বছর হবে।

ভারতে কত দাম হবে iQOO 15 স্মার্টফোনের

OnePlus 15 এর সাথে হবে প্রতিযোগিতা

ফাঁস হওয়া দাম যদি সঠিক হয় তবে আইকিউ 15 ফোনের দাম OnePlus 15 এর পাশপাশি হবে। ওয়ানপ্লাস 15 ফোনের 12GB+256GB মডেলের দাম 72,999 টাকা এবং 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 79,999 টাকা। যার মানে লঞ্চের পর ফোনের সোজা প্রতিযোগিতা ওয়ানপ্লাস 15 এর সাথে হতে পারে।

বলে দি যে ভারতে লঞ্চের সময় iQOO 13 ফোনের দাম 12GB+256GB স্টোরেজ সহ বেস মডেলটি 54,999 টাকা দামে চালু হয়েছিল। ফোনের 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা ছিল।

আইকিউ 15 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

কোম্পানি এখনও ভারতের জন্য আইকিউ 15 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে জানা গেছে যে নতুন আইকিউ ফোনটি কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন হবে, যার মধ্যে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে। ফোনে 16GB RAM, 512GB স্টোরেজ থাকতে পারে।

এতে 2K রেজোলিউশনের OLED ডিসপ্লেও থাকবে বলে জানা গেছে। ফোনে 7000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ফোনের সাথে পাঁচ বছরের OS আপডেট এবং সাত বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: এই বছর রিচার্জ করলে আগামী বছর 2026 পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, Jio এর সস্তা দামে 365 দিনের বার্ষিক প্ল্যান

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :