iQOO 12 5G ফোন সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে
লেটেস্ট ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসা প্রথম স্মার্টফোন
ফোনের বিক্রি আজ অর্থাৎ 14 ডিসেম্বর থেকে Amazon সাইট থেকে শুরু হয়ে গিয়েছে
iQOO 12 5G
iQOO 12 5G ফোন সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। লেটেস্ট ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসা প্রথম স্মার্টফোন। ডিভাইস 144Hz রিফ্রেশ রেট সহ AMOLED স্ক্রিন সাপোর্ট করে। ফোনের বিক্রি আজ অর্থাৎ 14 ডিসেম্বর থেকে Amazon সাইট থেকে শুরু হয়ে গিয়েছে।
ফোনে 50MP এর প্রাইমারি লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ডিভাইস 5000mAh ব্যাটারি সাপোর্ট করে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ 12 5G ফোনে কী অফার পাওয়া যাচ্ছে।
কোম্পানির এই স্মার্টফোন দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 52,999 টাকা রাখা হয়েছে। এছাড়া এর 16GB RAM + 512GB স্টোরেজ মডেলটি 57,999 টাকায় বিক্রি করা হচ্ছে।
লঞ্চ অফারের আওতায় কোম্পানি এই ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্ক কার্ড থেকে পেমেন্টে পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা 5000 টাকার এক্সচেঞ্জ বোনস পেতে পারেন।
আইকিউ 12 5G ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন
আইকিউ 12 5G ফোনে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
IQOO 12 5G FIRST SALE IN INDIA
এতে কোয়ালকম Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানি ইন-হাউস iQOO সুপার কম্পিউটিং চিপ Q1 চিপসেট দেওয়া হয়েছে।
স্মার্টফোন 16GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ অপশনে আসবে।
ফটোগ্রাফির জন্য ফোনে 50MP + 50MP + 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফ্রন্টে সেলফির জন্য 16MP সেন্সর রয়েছে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.