প্রিমিয়াম স্মার্টফোন তৈরির কোম্পানি Apple তাদের স্মার্টফোন iPhone SE’র ম্যানুফ্যাকচারিং ভারতে শুরু করে দিয়েছে। তাইওয়ানের নির্মাতা কোম্পানি Wistron কর্নাটকে iPhone SE’র ম্যানুফ্যাকচারিং এর ট্রায়াল রান শেষ করে ফেলেছে।
ভারতে Apple এর স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং একটি বড় পদক্ষেপ। আপানাদের জানিয়ে রাখি যে ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল মার্কেট। ভারতে Apple এর ডিভাইস ম্যানুফ্যাকচারিং শুরু হওয়ার এই ডিভাইসের দাম এবার অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে।
একটি রিপর্ট অনুসারে iPhone SE’র দাম কম করে 100 ডলার কমে যাবে। আমেরিকান কোম্পানি চিনের মোবাইল কোম্পানি গুলির সঙ্গে করা প্রতিযোগিতায় পড়েছে। চিনে Apple স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে, Apple স্মার্টফোনের বিক্রি চিনে 14 শতাংশ কমে গেছে।
এর পরে কোম্পানি তাদের প্রতিজগিদের সঙ্গে প্রতিযোগিতায় টেকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে apple এর মাত্র 3 শতাংশ শেয়ার আছে। এক্ষেত্রে 27 শতাংশ শেয়ার নিয়ে Samsung প্রথম স্থানে আছে।