আমেরিকাতে iPhone 6 Plus ইউজার্সদের ব্যাটারি বদলানোর জন্য মার্চ অব্দি অপেক্ষা করতে হবে

HIGHLIGHTS

যখন থেকে অ্যাপেল পুরনো iPhones এর জন্য ব্যাটারি বদলের ওপর ডিস্কাউন্টের কথা ঘোষনা করেছে তখন থেকে iPhone 6 Plus ফোনটি ব্যাটারি সাপ্লাই কম হচ্ছে

আমেরিকাতে iPhone 6 Plus ইউজার্সদের ব্যাটারি বদলানোর জন্য মার্চ অব্দি অপেক্ষা করতে হবে

অ্যাপেল যদিও ভারতে পুরনো আইফোনের ব্যাটারি Rs 2,000 তে বদলাবার কথা বলেছে, কিন্তু তার জন্য এখন অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে। iPhone 6 Plus এর ইউজার্সদের ব্যাটারি বদলাবার জন্য মার্চ অব্দি অপেক্ষা করতে হতে পারে। এপ্রিলের প্রথম দিকে ব্যাটারি স্টকে আসার সম্ভাবনা আছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ব্যাটারি বদলাবার কথা ঘোষিত হওয়ার পরে ব্যাটারির চাহিদা বেড়ে গেছে। MacRumours এর একটি রিপোর্ট অনুসারে অ্যাপেল স্টোর্স আর অথরাইজড সার্ভিস সেন্টারের জন্য দেওয়া একটি ইন্টারনাল ডকুমেন্টে আনুমানিক সময়ের অনুমান পাওয়া যেতে পারে, আর সেখানে iPhone 6 এর ব্যাটারি বদলাবার সময় দু সপ্তাহের সময় লাগতে পারে, আর সেখানে iPhone 6 Plus এর ব্যাতাড়ি মার্চের শেষ অব্দি বা এপ্রিলের শুরুতে পাওয়া যাবে। iPhone 7, iPhone 7 Plus আর iPhone SE’র জন্য ব্যাটারি কোন রকমের দেরি না করেই পাওয়া যাবে।

তবে MacRumours জানিয়েছে যে নির্ধারিত সময়ে শুধু US এর জন্যই ভারতে এই সুবিধাটি অন্য সময়ে পাওয়া যেতে পারে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo