Infinix SMART 8 Sale: 7 হাজার টাকার কম দামে 8GB RAM ফোনের আজ বিক্রি, জানুন অফার
আপনি যদি কম বাজেটে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আজই সুযোগ। সস্তায় ফিচার ঠাসা নতুন লঞ্চ স্মার্টফোন Infinix Smart 8 এর আজ প্রথম সেল রাখা হয়েছে। 7000 টাকার কম দামে 8GB RAM সহ স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে।
ইনফিনিক্সের এই স্মার্টফোনের দাম 7,499 টাকা রাখা হয়েছে। ইনফিনিক্স স্মার্ট 8 ফোনের প্রথম সেল আজ অর্থার 15 জানুয়ারি শুরু হবে। প্রথম সেলে স্মার্টফোনে স্পেশাল অফার দেওয়া হচ্ছে। ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে 6749 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Realme 12 Pro Series: 200MP ক্যামেরা সহ ভারতে এই দিন লঞ্চ হবে আপকামিং স্মার্টফোন
ফোনের বিক্রি আজ দুপুর 12 থেকে শুরু হয়ে গিয়েছে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যেতে পারে।
নতুন Infinix ফোনটি Galaxy White, Rainbow Blue, Shiny Gold এবং Timber Black কালার অপশনে কেনা যাবে।
ইনফিনিক্স স্মার্ট 8 ফোনে একটি 6.6-ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।
ইনফিনিক্স স্মার্ট 8 ফোনে হেলিও G36 প্রসেসস দেওয়া হয়েছে।
ফোনটি 4GB+4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আনা হয়েছে।
ইনফিনিক্স স্মার্ট 8 ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনে একটি 8MP সেন্সর রয়েছে।
পাওয়ার দিতে ইনফিনিক্স ফোনে 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট দেওয়া।