20MP’র সেলফি ক্যামেরা আর ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে Infinix Hot S3 ফোনটি ভারতে লঞ্চ হল

Updated on 06-Feb-2018
HIGHLIGHTS

ভারতে Infinix Hot S3 ফোনটির দাম 8,999 টাকা

Infinix Hot S3 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে আজকে লঞ্চ হয়েছে। এই ফোনটির 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 8,999 টাকা। আর সেখানে এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 10,999তাকজা। এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে 12 ফেব্রুয়ারি থেকে কিনতে পাওয়া যাবে। এটি স্যান্ডস্টোন ব্ল্যাক আর ব্রাশ গোল্ড কালারে কিনতে পাওয়া যাবে।    এই ব্লুটুথ স্পিকার গুলির ওপর অ্যামাজন ডিস্কাউন্ট দিচ্ছে

কোম্পানি তাদের এই ফোনটির কিছু ডিটেলসের সঙ্গে ফোনটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট করেছে। Infinix Hot S3 ফোনটিতে 20MP;র লাইট সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন অক্টা কোর প্রসেসার আছে। এই ফোনের ব্যাটারি 4000mAh এর।

আর এর সঙ্গে এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 5.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি একটি ফুল ভিউ ডিসপ্লের ডিসপ্লে। ফুল ভিউ ডিসপ্লে যুক্ত এটি কোম্পানির প্রথম স্মার্টফোন।

Connect On :