Infinix Hot 4 Pro ফোনটির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Updated on 21-Dec-2017
HIGHLIGHTS

Infinix Hot 4 Pro ফোনটিতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে

কিছু দিন আগেই ভারতে Infinix Hot 4 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল আর এবার ফ্লিপকার্টে এই স্মার্টফোনটির দাম কমানো হয়েছে। এর আগে Infinix Hot 4 Pro স্মার্টফোনটি 7,499 টাকায় পাওয়া যাচ্ছিল আর এবার এই ফোনটি আপনারা 6,999 টাকাতে ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

Infinix Hot 4 Pro ফোনটিতে 3GB র‍্যামের সঙ্গে 16GB’র স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যায়। এই ফোনের ডিসপ্লেটি 5.5-ইঞ্চির HD ডিসপ্লে।    

Infinix Hot 4 Pro ফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এই ফোনের ব্যাটারি 4000mAh আর এই ফোনটিতে মিডিয়াটেক MTK6737 কোয়াড কোর 1.3GHz প্রসেসার দেওয়া হয়েছে।

এই ফোনটি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত আর এই ফোনে ডুয়াল সিম স্লটও আছে আর আত্র সঙ্গে ডেডিকেটেড কার্ড স্লটও আছে। এই ফোনটির ওপর ১ বছরের ওয়ারেন্টি আছে।

Connect On :