Huawei Y7 (2018) স্মার্টফোনটির প্রেস রেন্ডার লিক হল

HIGHLIGHTS

Y7 (2018)তে Y9 (2018)’র মতন 18:9 অ্যাস্পেক্ট রেশিওর টাচস্ক্রিন ডিসপ্লে থাকতে পারে

Huawei Y7 (2018) স্মার্টফোনটির প্রেস রেন্ডার লিক হল

কিছু দিন আগেই হুয়াই Y9 (2018) স্মার্টফোনটির কথা অফিসিয়ালি ঘোষনা করেছে, কিন্তু মনে হচ্ছে যে এই বছর এই সস্তা Y লাইন সিরিজের আরও অন্যান্য ডিভাইস নিয়ে আসার চেষ্টা করছে আর এই দিকে Huawei Y7 (2018)’র প্রেস রেন্ডার লিক হয়েছে। Y7 (2018) গত বছরের লঞ্চ হওয়া Y7 স্মার্টফোনের সাক্সেসার হতে পারে। ফ্লিপকার্টে শুরু হল মোবাইল বোনাঞ্জা অফার, স্মার্টফোন সহ এই জিনিস গুলির ওপরও ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Y7 (2018) ফোনটিতে Y9 (2018) ‘র মতন 18:9 অ্যাস্পেক্ট রেশিওর টাচস্ক্রিন ডিসপ্লে থাকতে পারে। কিন্তু এই ফোনে 13 MP’র সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা আছে, যা এই ডিভাইসের আগের অংশের বা দিকে দেখা গেছিল।

ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যাক সাইডে থাকবে। আর এর সঙ্গে এই ফোনে 3.5mm’র হেডসেট জ্যাক আর মাইক্রো ইউএসবি টাইপ C থাকার সম্ভাবনা আছে। Y7 (2018)তে একটি মেটাল ফ্রেম থাকতে পারে, কিন্তু অ্যান্টেনা লাইন থাকবেনা। আগের কিছু গুজবকে সত্যি বলে মনে করলে Y9 (2018)  কে Y7’র সাক্সেসার বানানো হয়েছে, কিন্তুই এই লিক একে মিথ্যে প্রতিপন্ন করেছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo