জানা গেছে যে স্যামসংও এরকম একটি স্মার্টফোনের ওপর কাজ করছে, যা ফোল্ডেবেল হওয়ার সঙ্গে সঙ্গে 7.3ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে
এরকমও শোনা যাচ্ছে যে স্যামসও এই ধরনের একটি স্মার্টফোনের ওপর কাজ করছে যা ফোল্ডেবেল হওয়ার সঙ্গে সঙ্গে 7.3ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে। তবে সম্প্রতি জানা গেছে যে হুয়াই এই জাতীয় কিছু একটা করতে চলেছে। শোনা যাচ্ছে যে কোম্পানি বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন নভেম্বর মাসে লঞ্চ করতে পারে।
এই বিষয়টি ETNewsয়ের মাধ্যমে সামনে এসেছে। আর যদি সত্যি এরকম হয় তবে সেক্ষেত্রে এটি বিশ্বের প্রথম এমন ফোন হবে যা এই রকম হবে। আর এছাড়া এদিক দিয়ে কোম্পানি স্যামসংকে এই ক্ষেত্রে টেক্কা দিতে পারে।
আপনাদের এও জানিয়ে রাখিএ যে Axon M হিসাবে গত বছ্র একটি ফোল্ডেবেল স্মার্টফোন দেখা গেছে। তবে এই ডিভাইসটি সম্পূর্ণ ভাবে ফোল্ডেবেল নয়, এটি আলাদা একটি স্ক্রিনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু Huawei তাদের পরবর্তী ফোনে এরকমই কিছু একটা করতে চলেছে এই স্মার্টফোনটিতে একটি OLED প্রযুক্তি ব্যবহার করা হবে। এই স্মার্টফোনটিতে ব্যান্ডেবেল OLED প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আর এছাড়া আপনাদের কোন আলাদা হিঞ্জ দরকার হবেনা।
এই স্মার্টফোনটি নভেম্বড়ের কাছাকাছি সময়ে লঞ্চ করা হতে পারে। আর এরকম জানা গেছে যে কোম্পানি এই OLED প্যানেল যুক্ত স্যামসংয়ের সঙ্গে নয় LG’র কাছ থেকে করবে। আর এই বিষয়ে ETNews য়ের মাধ্যমেই এই খবরটিও পাওয়া গেছে। আর এই জন্য এও জানা গেছে যে এর কারন এই ফোনটি নিয়ে কোম্পানি দুটির মধ্যে সোজাসুজি প্রতিযোগিতা হবে।