Nova 2 তে 5.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর Nova 2 প্লাসে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে
Huawei এখন Nova 2 সিরিজ আনার তোড়জোড় করছে. কোম্পানি তাড়াতাড়িই এই সিরিজ লঞ্চ করতে পারে. মনে করা হচ্ছে যে কোম্পানি 26মে তাদের ইভেন্টে Huawei Nova 2 সিরিজ লঞ্চ করবে.
এই ইভেন্টে Nova 2 এর সঙ্গে Nova 2 প্লাসও লঞ্চ করা হতেপারে. জিএসএস এরিনা অনুসারে Nova 2 তে 5.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর Nova 2 প্লাসে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে.
এছাড়া এই ডিভাইসে 4GB র্যাম থাকতে পারে. এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে. এই দিভাসিই 3000mAh এর ব্যাটারি থাকবে. এছাড়া এতে 20MP সেলফি ক্যামেরাও থাকতে পারে.
আপনাদের বলেদি যে সম্প্রতি চাইনিজ সার্টিফিকেশন ওয়েবসাইট TENNA তে এটি দেখা গেছিল. এটি অনুসারে এই ডিভাইসের ডিজাইন আগের স্মার্টফোন Nova র মতনই. মনে করা হচ্ছে যে নোভা 2 তে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে.