HTC তাদের প্রথম 5G ফোন 2020 সালে লঞ্চ করবে

HTC তাদের প্রথম 5G ফোন 2020 সালে লঞ্চ করবে
HIGHLIGHTS

জানা গেছে যে HTC তাদের প্রথম 5G স্মার্টফোন 2020 সালে লঞ্চ করবে

আপনাদের জানিয়ে রাখি যে CEO এই বিষয়ে জানিয়েছেন

আর এর সঙ্গে 5G ফোন লঞ্চ করা হবে না আরও ফোন তাও জানা জায়নি

HTC এই বছর তাদের 5G স্মার্টফোন লঞ্চ করবে, আর এই বিষয়ে কোম্পানির CEO Yves maite একটি অ্যাপ্লিকেশানে এরকম বলেছেন। কোম্পানি বলেছে যে তারা 5G কানেক্টেড অ্যাপ্লিকেশানের ওপরে কাজ করছে। আর এই বিষয়ে তাওয়ানে অনেক কাজের জায়গা আছে। আর এই প্রোডাক্ট কবে লঞ্চ হবে বা কি সেই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। আর এই ফোনের স্পেক্স ইত্যাদিও এখনও সামনে আসেনি। আর মনে করা হচ্ছে যে এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগ্ন চিপসেট পাবেন।

Mashdigi একটি রিপোর্ট অনুসারে Yves স্পস্ট করেন নি যে 5G ফোন কবে আসবে আর কোম্পানি এই 5G ফোন কবে লঞ্চ করবে।

HTC ভার্চুয়াল ভিজান কন্টেন্টে যুক্ত হয়েছে আর 5G যুক্ত হবে এটি। বলা হচ্ছে যে HTC Vive Cosmos সিরিজ আর HTC S3 সিরিজ বিষয়ে এই সময়ে তারা তৈরি হচ্ছে। আর এর সঙ্গে কোম্পানি তাদের অন্য জিনিস নিয়েও কাজ করছে। আর এই ফোন লঞ্চ করতে সময় লাগবে বলেই মনে হচ্ছে।

সান ফান্সিস্ক্রোতে 16 মার্চ হতে চলা গেম ডেভলাপার্স কনফারেন্স 2020 তে HTC আসবে বলে মনে করা হচ্ছে। আর এর Vive 17 মার্চ Vive Developer Summit য়ের আয়োজন করবে। আর আশা করা হচ্ছে যে TC Vive Cosmos Elite, Vive Sync, HTC Vive Cosmos Playআর HTC Vive Cosmos XR এতে আসবে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo