HTC U12 Life ফোনটির বিষয়ে একটি লিক সামনে এল, এটি ডুয়াল রেয়ার ক্যামেরা র 6 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে

HIGHLIGHTS

HTC U12 Life স্মার্টফোনটিতে 16MP+5MP র ডুয়াল ক্যামেরা থাকবে, আর এর ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হবে

HTC U12 Life ফোনটির বিষয়ে একটি লিক সামনে এল, এটি ডুয়াল রেয়ার ক্যামেরা র 6 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে

HTC একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে যা্র কোডনেম “ইমেজ লাইফ”। আর মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি HTC U 12Life স্মার্টফোন হতে পারে কারন U12 য়ের কোডনেম ছিল “ ইমেজ”।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ডিভাইসের স্পেসিফিকেশান অনলাইনে দেখা গেছে। আর এই লিক অনুসারে U12Life স্মার্টফোনটিতে 6ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান হবে 1080x2160p। আর এর অ্যাসপেক্ট রেশিও হবে 18:9।

এই লিক অনুসারে এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ থাকবে। আর এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনের অপ্টিক্সের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এতে 16MP+5MPর ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আর এটি 4K ভিডিও ক্যাপচার করতে পারবে। আর সেলফি নেওয়ার জন্য এই ডিভাইসে 13MP ক্যামেরা দেওয়া হবে। আর এছাড়া এই ডিভাইসে 3,600mAh য়ের ব্যাটারি আর একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে।

ভায়াঃ

ফিচার্ড ইমেজটি HTCU 11 Life স্মার্টফোনের।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo