এই সময়ে স্মার্টফোন ইউজার্সদের সংখ্যা প্রতিদিন প্রতিমুহূর্তে বাড়ছে আর স্মার্টফোনে ডাটা ব্যাবহারকারী লোকের সংখ্যাও ডাটা প্ল্যানের মতন বাড়ছে। আর এই সবের জন্য নেটওয়ার্কও ভাল হওয়া দরকার।
বেশিরভাগ কোম্পানি গুলি তাদের স্মার্টফোনে 4G VoLTE সাপোর্টের সঙ্গে লঞ্চ করে তবে তাও অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যা হয় আর ইন্টারনেট ঠিক করে কাজ করেনা।
এই ভাবে আপনারা ফোনের 4G নেটওয়ার্ক স্পিড বাড়াতে পারবেন
প্রথমে নিজের ফোনের সেটিংয়ে যান।
সেটিংয়ে গিয়ে নিজের নেটওয়ার্ক সেটিং অপশান বাছুন।
এখানে নিজের প্রেফার্ড টাইপ অফ নেটওয়ার্ক অপশানে যান সেখানে গিয়ে 4G বা LTE সিলেক্ট করুন।
এর সঙ্গে নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক (APN) সেটিং চেক করুন আর সেখানে APN বাছতে হবে, যদি আপনারা তা না বাছেন তবে বেছে নিন আর সেটিংয়ে ডিফল্টে সেট করুন।
আপনাদের বলে রাখি যে ফোনের অ্যাপ ইন্টারনেটে স্পিড কম করে কারন সেই বিষয়ে অ্যাক্সেস ব্যাকগ্রাউন্ডে চলে আর ডাটা খরচ হয়। আর ডাটা কম ব্যাবহার করার জন্য ভিডিও ইত্যাদি অটো প্লে মোড বন্ধ করে রাখুন আর সঙ্গে অ্যাপে মিডিয়া ফাইলকে অটো ডাউনলোড বন্ধ করুন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।