ফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন কী করে, জানুন কীভাবে করবেন ট্র্যাকিং?

HIGHLIGHTS

ফোন চুরি হলে বা হারালে ভারতীয় সরকারের যোগাযোগ দপ্তরের তরফে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে

এই অ্যাপটি আপনার মোবাইলের অ্যাকেসেস ব্লক করতে সাহায্য করবে

কেউ যদি আপনার ফোনে নিজের সিম লাগাতেও চায় তাহলে সেটাও ব্লক করা যাবে

ফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন কী করে, জানুন কীভাবে করবেন ট্র্যাকিং?

ফোন হারিয়ে যাওয়ার পর সেটা হন্যে হয়ে খুঁজে বেড়াতে হয় আমাদের। থানায় পঞ্চাশবার দৌড়াতে হয়। তার একটাই কারণ। তথ্য যা যাওয়ার তা তো গেছেই, কিন্তু ফোনটা যদি কোনও খারাপ ব্যক্তির হাতে পড়ে তাহলে সেটা ব্যবহার করে খারাপ কাজকর্ম করা হলে যার ফোন তাঁকে নিয়ে টানাটানি শুরু হবে। এমনকি কোর্ট অবধি যেতে হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মূলত ফোন চুরি হয়ে গেলে সবার আগে যেটা করা উচিত, সেটা হল থানায় গিয়ে একটি রিপোর্ট লেখানো। এরপর অবশ্যই ফোনে থাকা সিমগুলো ব্লক করে দেবেন। এগুলো কেন করবেন? কারণ এতে সে না আর আপনার সিম ব্যবহার করতে পারবে, আর না আপনার ফোনে নিজের সিম ঢোকাতে পারবে। এক কথায় আপনার ডিভাইস অকেজ হয়ে যাবে। আর কোনও কাজেই সেটা ব্যবহার করা যাবে না।

কিন্তু এবার প্রশ্ন হল ফোনটি কোথায় আছে, কে নিল সেটা বুঝবেন কী করে?

lost smartphone tracker

ফোন চুরি হলে বা হারালে ভারতীয় সরকারের যোগাযোগ দপ্তরের তরফে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপটির নাম হল Central Equipment Identity Register বা CEIR। এই অ্যাপটিকে আপনার ফোনে ডাউনলোড করে রাখুন। কেন? বলছি। এই অ্যাপ যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনার ফোনে থাকা সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে।

আপনার ফোনটি চুরি হয়ে গেলে সেটা আপনার পক্ষে খুঁজে বের করা অসম্ভব হলেও এই ওয়েবসাইটে গিয়ে একটি কমপ্লেন রেজিস্টার করুন আপনার মোবাইল ফোন ট্র্যাক করার জন্য। এছাড়াও এই অ্যাপটি আপনার মোবাইলের অ্যাকেসেস ব্লক করতে সাহায্য করবে, এর ফলে কেউ যদি আপনার ফোনে নিজের সিম লাগাতেও চায় তাহলে সেটাও ব্লক করা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo