108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6600mAh ব্যাটারি সহ লঞ্চ Honor এর শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

Updated on 07-Jul-2025
HIGHLIGHTS

অনার তার লেটেস্ট স্মার্টফোন Honor X9c 5G ভারতে লঞ্চ করে দিয়েছে

অনার এক্স৯সি ৫জি ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে

অনার এক্স৯সি ৫জি ফোনের 108MP মেইন রিয়ার ক্যামেরা, Snapdragon 6 Gen 1 প্রসেসর এবং 6600mAh ব্যাটারি রয়েছে

অনার তার লেটেস্ট স্মার্টফোন Honor X9c 5G ভারতে লঞ্চ করে দিয়েছে। দীর্ঘ সময়ের পর অবশেষে অনার ভারতে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। ফিচারের কথা বললে, অনার এক্স৯সি ৫জি ফোনের 108MP রিয়ার ক্যামেরা, Snapdragon 6 Gen 1 প্রসেসর এবং 6600mAh ব্যাটারি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক অনার এক্স৯সি ৫জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী।

ভারতে Honor X9c 5G ফোনের দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, অনার এক্স৯সি ৫জি ফোনটি একটি ভ্যারিয়্যান্টে চালু করা হয়েছে। এতে 8GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। এই মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 13 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ OPPO 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

স্মার্টফোনটি দুটি কালার অপশন Jade Cyan এবং Titanium Black এ কো যাবে। নতুন অনার এক্স৯সি ফোনটি 12 জুলাই থেকে Amazon সাইট থেকে বিক্রি করা হবে। গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 750 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন। ছাড়ের পর ফোনের দাম কমে 21,249 টাকা হয় যাবে।

অনার এক্স৯সি ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, অনার এক্স৯সি ফোনটি 6.78-ইঞ্চি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসে, যার পিক্সেল রেজোলিউশন 1224×2700, 120Hz রিফ্রেশ রেট দেওয়া। প্রসেসর হিসেবে অনার এক্স৯সি ৫জি ফোনটি Snapdragon 6 Gen 1 চিপসেটে কাজ করে। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে অনার এক্স৯সি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। এতে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 3x জুম সহ 5 মেগাপিক্সেল ওয়াইড শুটার দেওয়া হয়েছে। ফোনের ক্যামেরাতে OIS এবং EIS সাপোর্ট দেওয়া। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর পাওয়া যাবে।

পাওয়ার দিতে অনার এক্স৯সি ফোনে দেওয়া হয়েছে 6600mAh ব্যাটারি যা 66W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটি 5G, 4G সাপোর্ট করে।

আরও পড়ুন: 200MP মেইন ক্যামেরা সহ ওয়াটারপ্রুফ Vivo 5G ফোনে 7000 টাকারর বেশি ছাড়, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :