Honor View 20 স্মার্টফোনটি পাঞ্চ হোল ক্যামেরা সঙ্গে লঞ্চ হল

Honor View 20 স্মার্টফোনটি পাঞ্চ হোল ক্যামেরা সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Huawei র সাব ব্র্যান্ড Honor তাদের নতুন স্মার্টফোন Honor View 20 প্যারিসে লঞ্চ করছে, এই ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট গত মাসে চিনে লঞ্চ করা হয়েছিল

Huawei র সাব ব্র্যান্ড Honor তাদের নতুন স্মার্টফোন Honro View 20 প্যারিসে লঞ্চ করেছে। আর এই ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট গত মাসে চিনে লঞ্চ করা হয়েছিল। আর এটি প্রথম ফোন যা সেলফি ক্যামেরা ডিজাইনের জায়গায় একটি হোল ডিসপ্লে নিয়ে এসেছে। আর এই ফোনে ইউনিক ফ্রন্ট ডিজাইন ছাড়া Honro View 20 ফোনে আপনারা একটি 48MP  সোণি IMX 586 সেন্সার যুক্ত। আর এই ফোনটিতে একটি সেকেন্ডারি ToF আছে। আর এই ফোনে বড় 4,000 mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে কিরিন 980 প্রসেসার আছে। আর এই ফোনটি ভারতে 29 জানুয়ারি লঞ্চ করা হবে।

Honor View 20 ফোনটির স্পেসিফিকেশান

Honor View 20 ফোনটি অ্যান্ড্রয়েড পাই নির্ভর ম্যাজিক UI 2.0 তে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+TFT LCD অল ভিউ ডিসপ্লে আছে আর এটি 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে অক্টা কোর করিন 980 প্রসেসার দেওয় হয়েছে। আর ফোনটি 6GB র‍্যামের সঙ্গে 8GB র‍্যাম অপ শানেও লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা 128GB আর 256GB স্টোরেজ পাবেন। আর এই স্টোরেজ এক্সপেন্ডেবেল নয়।

Honor View 20 ফোনটিতে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন্ম আর এছাড়া আপনারা এই ফোনে 25MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন, আর এটি এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য হিসাবে উঠে এসেছে। আর আপনারা যদি এই ফোনের ব্যাটারির বিষয়ে জিজ্ঞাসা করেন তবে এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Honor View 20 ফোনের দাম

Honor View 20 ফোনে আপনারা দুটি আলাদা আলাদা র‍্যাম অপশান পাবেন আর এই ফোনটি 6GB র‍্যাম অপশানের দাম EUR 569 মানে প্রায় 46,100 টাকা। আর এচাহ্রা এই ফোনের 8GB র‍্যাম ভেরিয়েন্টটি EUR 649 মানে প্রায় 52,500 টাকায় লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ভারত সহ 18 টি দেশে আজ থেকে আসবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo