Honor View 10 ফোনটিতে 5.99-ইঞ্চির FHD+ ফুল ভিউ ডিসপ্লে আছে
Honor View 10 ফোনটি কিছু দিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল। আর এবার এই স্মার্টফোনটি ভারতে কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে।
অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনটি 29,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এটি 1426 টাকার নো ক্সট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাচ্ছে।
এই ফোনটির স্পেশিফিকেশান কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 18:9 অ্যাস্পকেট রেশিওর সঙ্গে 5.9 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসটির ওপর আর নিচের দিকের বেজেল খুব কম। এই ফোনটির ডিজাইনের সঙ্গে 2017 সালে লঞ্চ হওয়া অন্যান্য Honor ফোনের মিল আছে।
এই ডিভাইসটিতে কিরিন 970 চিপসেট আছে। এতে 6GB র্যাম আর 128GB স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটি EMUI 5 এ চলে। এই ফোনটির ব্যাটারি 3,750mAh এর। এই ফোনটিতে 16MP+20MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।