Honor 90 5G স্মার্টফোনেক আজ প্রথম সেল শুরু হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া এই ফোনর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। তবে আজকের সেলে আপনি এই ফোনে 10,000 টাকা পর্যন্ত সেভিং করতে পারবেন।
Honor 90 5G ফোনে স্পেশাল অফার Amazon সাইটে এই ফোনে এক্সক্লুসিভ লঞ্চ অফার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সমস্ত ডিটেল
https://twitter.com/MadhavSheth1/status/1703249869631074425?ref_src=twsrc%5Etfw
লঞ্চ অফারের আওতায় Honor 90 5G ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। Honor 90 5G ফোনটি SBI এবং ICICI কার্ড পেমেন্টে ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে আপনি পুরানো ফোনের বদলে নতুন ফোনে অতিরিক্ত 2000 টাকা ছাড় পেতে পারেন। Honor 90 5G ফোনের প্রথম সেলে গ্রাহকরা 5000 টাকার লঞ্চ ডিসকাউন্ট পাবেন। এখান থেকে কিনুন Honor 90 5G Specification Honor 90 5G ফোনটি লো ব্লু লাইট হার্ডওয়্যার সহ আনা হয়েছে। কোম্পানি এতে 3840Hz রিস্ক ফ্রি ডিমিং ডিসপ্লে অফার করেছে।
Honor 90 5G ফোনে থাকছে 6.7-ইঞ্চি 1.5K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে।
ফোনে পারফরম্যান্স বাড়াতে Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসর দেওয়া।
Honor 90 5G ফোনে কোম্পানি ভার্চুয়াল RAM এর সুবিধা দিয়েছে। ফোনে বেস মডেলে 5GB এবং টপ মডেলটি 7GB অতিরিক্ত RAM পাওয়া যাবে।
Honor 90 5G ফোনে কার্ভড স্ক্রিন সহ আনা হয়েছে।
Honor 90 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া, যার মেইন সেন্সর 200MP রয়েছে। এর সাথে 12MP আল্ট্রা ওয়াইড সহ ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ সেন্সর রয়েছে। ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট সেন্সর দেওয়া।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে পুরো দিন চলবে বলে দাবি করছে কোম্পানি।
Latest Article
Vivo V60 5G Price drop over by Rs 5000 on Amazon deal
50MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোনের কমল দাম, হল 5000 টাকা সস্তা
Amazon Great Republic Day Sale 2026 begins 16 January check Bank offers Discounts Deals on Smartphones Smart Tv, Home appliance
Amazon এর Great Republic Day Sale 2026 এর ঘোষণা, স্মার্টফোন থেকে স্মার্ট টিভি, সমস্ত কিছুতে মিলবে দেদার ছাড়
Realme 16 Pro series with 200MP Camera Phones sale starts in India Price Specs features
Realme 16 Pro 5G series এর ভারতে বিক্রি শুরু, প্রথমবার 4000 টাকা সস্তায় কেনা যাবে 200MP ক্যামেরা স্মার্টফোন
jio new cheapest recharge plan 2026 daily data Unlimited 5G free JioHotstar
জানুয়ারী থেকে ডিসেম্বর, পুরো 12 মাস চলবে এই Jio রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড 5G, কলিং সহ JioHotstar সুবিধা
Redmi Note 15 vs OnePlus Nord CE 5 Which is the best phone under Rs 25000 Price display camera Battery compared
Redmi Note 15 vs OnePlus Nord CE 5: মিড-রেঞ্জ সেগামেন্টে কোন স্মার্টফোন হবে সেরা চয়েজ, নতুন রেডমি ফোন কি ওয়ানপ্লাস কে দিতে পারবে টেক্কা?
Redmi Note 15 5G First Sale
108MP ক্যামেরা সহ Redmi Note 15 5G ফোনের প্রথম সেল আজ, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ
Flipkart Republic Day Sale 2026 Date Announced Discounts Offers on Smartphone Laptops
রিপাবলিক ডে সেলের ঘোষণা করল Flipkart, এই দিন থেকে সস্তায় কেনা যাবে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ সহ একগুচ্ছ প্রোডাক্ট
iPhone Air now rs 25000 cheaper on Amazon Deals
সবচেয়ে পাতলা iPhone হল দেদার সস্তা, সোজা 20 হাজার টাকা কমল দাম
oppo reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini Launched in India Price Specs Features
OPPO Reno 15 Series ভারতে লঞ্চ, 200MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ ফোনের দাম কত জানুন
POCO M8 Launched in India
লেটেস্ট Snapdragon প্রসেসর সহ সস্তা POCO 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 5520mAh সিলিকন ব্যাটারি