4G সাপোর্ট আর স্লো মোশান রেকর্ডিংয়ের সঙ্গে Nokia আর Xiaomi ফোনের এই প্রতিদন্দি স্মার্টফোনটি লঞ্চ হল

HIGHLIGHTS

Honor তাদের Honor 7X স্মার্টফোনের নেক্সট জেনারেশান ফোন লঞ্চ করেছে এই ডিভাইসটি Honor 8X হিসাবে লঞ্চ করা হয়েছে

4G সাপোর্ট আর স্লো মোশান রেকর্ডিংয়ের সঙ্গে Nokia আর Xiaomi ফোনের এই প্রতিদন্দি স্মার্টফোনটি  লঞ্চ হল

শেষ পর্যন্ত honor তাদের Honor 7X স্মার্টফোনটি লঞ্চ করেছে, আর এই ডিভাইসটি Honor 8X হিসাবে লঞ্চ করা হয়েছে। তবে Honor 8X স্মার্টফোনটি আগের তুলনায় ডিজাইন থেকে শুরু করে হার্ডওয়্যার আর ক্যামেরা সব দিকেই অনেক পরিবর্তনের সঙ্গে এসেছে। এই ফোনে স্ন্যাপড্র্যাগন চিপসেট আছে। আর এই ফোনেটি Honor 8X Max স্মার্টফোণনের Xioami র Mi Max ইয়ের লাইনাপকে প্রতিযোগিতা দেওয়ার জন্য এসেছে বলে মনে হয়। আর আমরা যদি Honor 8X স্মার্টফোনের বিষয়ে বলি তবে এই ডিভাইসে একটি গ্লাস বডি আছে আর এট Kirin 710 চিপসেট আর 3,750mah য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনে আপনারা স্লো মোশান ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 8X য়ের স্পেসিফিকেশানা র ফিচার্স

Honor 8X স্মার্টফোনটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন। এই ডিভাইসটি Xiaomi Mi A2 আর Xiaomi Redmi Note 5 Pro স্মার্টফোন ছাড়া Nokia 6.1 Plus স্মার্টফোনকেও টক্কত্র দেবে। আর এই ফোনটিতে আপনারা একটি 6.5ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এটি একটি 18:7:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন। আর এছাড়া এই ফোনে কিরিন 710 মিড রেঞ্জের প্রসেসার আছে।

আর এই ফোনটি দুটি আলাদা র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ডিভাইসটি 4GB/6Gb র‍্যাম আর 32GB/64GB/128GB স্টোরেজে কেনা যাবে। আর এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনটিতে 20+2Mp র ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে ফ্রন্টে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor 8X  স্মার্টফোনে 3750mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটি GPU টার্বোচার্জিবং প্রযুক্তি যুক্ত।

Honor 8X য়ের দাম আর উপ্লব্ধতা

এই ডিভাইসটি এখনও ভারতে আসেনি। তবে মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি আগামী মাসে ভারতে এসে যাবে। ভারতে এই ফোনের দাম 14,999টাকার কাছাকাছি হবে। আর এই ডিভাইসটি চিনে পাওয়া যাচ্ছে। আর এটি ব্ল্যাক, ব্লু আর রেড কালার অপশানে পাওয়া যাচ্ছে। এই ফোনের 4Gb/64GB ভেরিয়েন্টের দাম 1399 ইউয়ান মানে 14,433 টাকা আর এই ফোনের 6GB/64Gb ভেরিয়েন্টের দাম 1599 ইউয়ান মানে 16,480টাকা আর এই ফোনের 4GB/128GB ভেরিয়েন্টের দাম 1899 ইউয়ান মানে প্রায় 19,591 টাকা।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo