হুয়াওয়ে Honor 7X স্মার্টফোনের জন্য EMUI 8.0 দেওয়া শুরু করেছে

হুয়াওয়ে Honor 7X স্মার্টফোনের জন্য EMUI  8.0 দেওয়া শুরু করেছে
HIGHLIGHTS

হুয়াওয়ের সাব ব্রান্ড হনার সোমবার Honor 7X ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর 8.0 নির্ভর ইমোশান ইউজার ইন্টারফেস (EMUI) 8.0 দেওয়া শুরু করেছে

হুয়াওয়ের সাব ব্রান্ড হনার সোমবার Honor 7X ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর 8.0 নির্ভর ইমোশান ইউজার ইন্টারফেস (EMUI) 8.0 দেওয়া শুরু করেছে। কোম্পানি একটি যায়গায় বলেছে যে EMUI 8.0 তে তিনটি নতুন ফিচার সাইড মোড, গেম সুইচ আর শর্টকার্ট টু পেটিএম বটম আছে আর এর সঙ্গে ভাল স্মার্ট রেজলিউশান, ডায়নামিক ওয়ালপেপার্স আর কাস্টমাইজেশানের মতন ফিচার আছে।

হুয়াওয়ের কঞ্জিউমার বিজনেসের হেড (সেল) পি সঞ্জীব বলেছেন যে এটি একটি টেকনলজির সফটোয়্যার আর যা ভাল সুরক্ষিত আর ইজার্সকে 90 শতাংশ তিনটি অপশানে দেয়।

নতুন সাইড মোড এসেছে যা অ্যাক্টিভ করলে কলার এটা দেখে যে ইউজার্স এখন কোন রাইড করছে কিনা আর এর জন্য কল ধরতে পারছেনা।

গেমিং মোডে ডিভাসিএ ভাল গেমিং করার অভিজ্ঞতা পাওয়া যায় আর যা অপ্টিমাইজ করা হয় আর যা কল অ্যালার্ম আর লো ব্যাটারি ছাড়া সব ধরনের নোটিফিকেশান বন্ধ করে দেয়। আর কোম্পানি বলেছে যে পেটিএমের জন্য ইউজার্সকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে ট্যাপ করে তাড়াতাড়ি পেটিএমে গিয়ে টাকা লেনদেন করতে হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo