স্যামসাং সম্প্রতি ভারতে তার আগামী প্রজন্মের Fan-edition, Samsung Galaxy S25 FE 5G লঞ্চ করেছে। কোম্পানি নতুন ডিভাইস বাজারে আনার সাথেই পুরনো Galaxy S24 FE 5G ফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি লঞ্চ দাম থেকে 20 হাজার টাকা সস্তায় হয় গেছে। এছাড়া গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের কেনাকাটায় ব্যাঙ্ক ছাড়ও পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Samsung Galaxy S24 FE 5G ফোনের নতুন দাম কত গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন Flipkart সাইটে এটি মাত্র 39,999 টাকা দামে লিস্ট করা। যার মানে 20,000 টাকা সস্তায় কেনা যাবে গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি।
শুধু তাই নয়, গ্রাহকরা PNB Credit Card পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন এই ফোনে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।
আরও পড়ুন: BSNL দিল গ্রাহকদের বড় ঝটকা, কমিয়ে দিল দুটি সস্তা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 38,800 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে স্মার্টফোনের দাম আরও কমে যাবে তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 1900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
মেমোরি: ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
প্রসেসর: গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি Exynos 2400e চিপসেটে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া। এছাড়া এতে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি 4700mAh ব্যাটারি অফার করে যা 25W ফাস্ট চার্জি সাপোর্ট করে।
আরও পড়ুন: Motorola ভারতে আনছে 7000mAh ব্যাটারি সহ শক্তিশালী 5G স্মার্টফোন, থাকবে লেটেস্ট প্রসেসর সহ দুর্দান্ত ফিচার
Latest Article
vodafone idea annual recharge plans with unlimited calls unlimited 5G data daily data and bundled OTT subscription
পুরো বছর শেষ হবে না ডেটা, Vodafone idea দিচ্ছে Unlimited 5G সহ 730GB ডেটা এবং অতিরিক্ত 50GB, 1 বছরের JioHotstar এবং Amazon Prime সাবস্ক্রিপশন
Buy Samsung Galaxy A16 5G phone price under 15000 on Flipkart deal
6000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ Samsung 5G বাজেট স্মার্টফোন
Redmi Note 15 5G launching in India on January 6 Price specs leaked
Redmi Note 15 5G ফোনে থাকবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো দুর্দান্ত ডিসপ্লে, লঞ্চের আগে দেখে নিন কেমন হবে ফিচার এবং স্পেক্স
bsnl Rs 1 recharge plan offer unlimited calls and daily data for 30 days
গ্রাহকদের ব্যাপক চাহিদায় BSNL আনল ক্রিসমাস বোনানজা অফার, মাত্র 1 টাকার খরচে পাবেন SIM, 2GB ডেটা প্রতিদিন, সাথে আনলিমিটেড কলিং
grab Motorola Edge 50 Price drop over rs 8000 on Amazon deal
8000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন
Jio Rs 1748 one year recharge plan offer Unlimited calls and SMS Benefits vs Airtel Plan
Jio এর 365 দিনের সবেচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, Airtel থেকেও 100 টাকা সস্তা
OnePlus 15R
32MP সেলফি ক্যামেরা এবং 7400mAh ব্যাটারি সহ নতুন OnePlus স্মার্টফোন প্রথম সেলেই সস্তায় কেনার সুযোগ
affordable BSNL 50 days recharge plan offer daily data unlimited call
50 দিন পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা সহ আনলিমিটেড কলিং, BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
Best Airtel vs Jio one year recharge plans offer Unlimited calls data with Jiohotstar
একটি রিচার্জ আর বছরভর আনলিমিটডে কলিং, একগুচ্ছ ডেটা সহ OTT সুবিধা, Jio নাকি Airtel কে দিচ্ছে সস্তায় বার্ষিক রিচার্জ প্ল্যান
Realme Narzo 90 5G vs Moto G67 Power 5G Price in India Display camera battery processor compare
Realme Narzo 90 5G vs Moto G67 Power 5G: 7000mAh ব্যাটারি সহ দুটি বাজেট স্মার্টফোনে প্রতিযোগিতা, একটিতে রয়েছে 50MP সেলফি ক্যামেরা