grab Samsung Galaxy S24 FE 5G phone at cheapest price on flipkart
স্যামসাং সম্প্রতি ভারতে তার আগামী প্রজন্মের Fan-edition, Samsung Galaxy S25 FE 5G লঞ্চ করেছে। কোম্পানি নতুন ডিভাইস বাজারে আনার সাথেই পুরনো Galaxy S24 FE 5G ফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি লঞ্চ দাম থেকে 20 হাজার টাকা সস্তায় হয় গেছে। এছাড়া গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের কেনাকাটায় ব্যাঙ্ক ছাড়ও পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন Flipkart সাইটে এটি মাত্র 39,999 টাকা দামে লিস্ট করা। যার মানে 20,000 টাকা সস্তায় কেনা যাবে গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি।
শুধু তাই নয়, গ্রাহকরা PNB Credit Card পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন এই ফোনে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।
আরও পড়ুন: BSNL দিল গ্রাহকদের বড় ঝটকা, কমিয়ে দিল দুটি সস্তা রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি
এছাড়া গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 38,800 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে স্মার্টফোনের দাম আরও কমে যাবে তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 1900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
মেমোরি: ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
প্রসেসর: গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি Exynos 2400e চিপসেটে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া। এছাড়া এতে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি 4700mAh ব্যাটারি অফার করে যা 25W ফাস্ট চার্জি সাপোর্ট করে।