Samsung Galaxy S23 Ultra 5G
সাউথ কোরিয়ান কোম্পানি Samsung প্রতিটি সেগামেন্টে দুর্দান্ত স্মার্টফোন অফার করে। এতে প্রিমিয়াম স্মার্টফোনও রয়েছে। কোম্পানি তার আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 Series লঞ্চ করতে চলেছে। তবে তার আগে স্যামসাং Galaxy S23 Ultra 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে। এই স্মার্টফোনে S-Pen সাপোর্ট এবং 200MP কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে Galaxy AI ভিত্তিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ফিচার পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা 5জি ফোনটি কোম্পানির গত বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আপনি যদি ক্যামেরা, পারফরম্যান্স এবং ডিজাইনে টপ-নচ সুবিধা চাইছেন তবে গ্যালাক্সি এস23 আল্ট্রা 5জি ফোন একটি ভাল বিকল্প হতে পারে। এখন এই ফোনটি 1,29,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা 5জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
গ্যালাক্সি এস23 আল্ট্রা 5জি ফোনের দাম বর্তমানে 72,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Amazon সাইটে সবচেয়ে কম দাে বিক্রি করা হচ্ছে। এছাড়া গ্যালাক্সি এস23 আল্ট্রা 5জি ফোনে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। এই দামে ফোনের 12Gb RAM এবং 256GB স্টোরেজ মডেল কেনা যাবে।
গ্রাহকরা পুরনো স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারও নিতে পারবেন। কোম্পানি এতে 27,100 টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।
ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনে 6.8-ইঞ্চির কোয়াড HD+ ডায়নামিক AMOLED 2X Infinity-O ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1750 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে গ্যালাক্সি এস23 আল্ট্রা ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 2 প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা 5জি ফোনে OIS সহ 200MP ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া এতে 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 10MP টেলিফটো সেন্সর এবং 10MP পেরিস্কোপ লেন্সও রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্যামসাং ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।