OnePlus 13R
OnePlus 13R কেনার কথা ভাবছেন তবে Flipkart সাইটে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। মিড রেঞ্জ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩আর কম দামের পাশাপাশি ব্যাঙ্ক অফারেও পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ছাড় পেতে পারেন। জানুয়ারি মাসে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১৩আর ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেট, 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১৩আর ফোনে কত টাকা ছাড় এবং দাম সম্পর্কে।
দামের কথা বললে, ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনের 12GB RAM/256GB স্টোরেজ মডেলটি 38,500 টাকায় Flipkart লিস্ট করা। তবে এই বছর জানুয়ারি মাসে এটি 42,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
আরও পড়ুন: BSNL এর 54 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং
ব্যাঙ্ক অফারের কথা বললে, HDFC কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে যার পরে ফোনটি 1500 টাকা কমে 37,000 টাকা হয় যাবে। যার মানে ফোনটি মোট 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে 32,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনটি 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPO ডিসপ্লে দেওয়া। এটি 2780×1264 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Android 15 ভিত্তিক OxygenOS 15.0 অপারেটিং সিস্টামে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 2x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা অফার করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: Smartphones under Rs 20000: Samsung, Vivo এবং Motorola স্মার্টফোন ২০ হাজার টাকা কম দামে সেরা ডিল