HIGHLIGHTS
4G এই ফিচারফোনটি ভারতে ২১ জুলাই লঞ্চ করা হয়েছিল, আর এটি 1,500 টাকা জমা করলে ফ্রিতে পাওয়া যায়
দেশের ফিচার ফোন বলে পরিচিত ফোন রিলায়েন্স জিওর জিওফোনে এবার গুগল অ্যাসিস্টেন্স থাকবে। আর এবার গুগল অফিসিয়ালি তাদের ভয়েস অ্যাসিস্টেন্স জিওফোনে থাকবে বলে ঘোষনা করেছে। কোম্পানি বলেছে যে একটি ইভেন্টে জিও ফোনে গুগল অ্যাসিস্টেন্সের ইংরেজি আর হিন্দি দুটি ভাষাই পাওয়া যাবে বলে জানিয়েছে।
Surveyএই প্রথম কোন ফিচার ফোনে ভয়েস অ্যাসিস্টেন্স থাকবে।
4G এই ফিচারফোনটি ভারতে ২১ জুলাই লঞ্চ করা হয়েছিল, আর এটি 1,500 টাকা জমা করলে ফ্রিতে পাওয়া যায়।
কোম্পানি জিও ফোনকে 50,000’র গ্রাহকদের কাছে পৌছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। এই ফোনটিতে 2 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 2,000mAh এর ব্যাটারি আছে। জিওফোনে সিঙ্গেল ন্যানো সিম স্লট আর একটি মাইক্রো এসডি কার্ডও দেওয়া হয়েছে।
একটি সুত্র অনুসারে জিওতে প্রতি মাসে 100GB’র থেকেও বেশি ডাটা আদান প্রদান হয়।