Google-Jio মিলে ভারতে নিয়ে আসছে সস্তার স্মার্টফোন

Updated on 29-May-2021
HIGHLIGHTS

Google-এর CEO সুন্দর পিচাই জানিয়েছে যে তারা টেলিকম সংস্থা Jio-র সহযোগিতায় একটি সস্তা স্মার্টফোন তৈরি করছে

Google এবং Jio-র এই নতুন স্মার্টফোনে থাকবে রিলায়েন্স জিও-র ইনবিল্ট সিম

Google-Jio-র কম দামি স্মার্টফোন তৈরী করার উদ্দেশ্য হল দেশের প্রতিটি ভাগের মানুষের কাছে সস্তায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া

Google-Jio Affordable Smartphone: Google এবং টেলিকম সংস্থা Jio একসাথে গাঁটছড়া করে আনতে চলেছে একটি সস্তা স্মার্টফোন। দুটি সংস্থা এই স্মার্টফোনের উপর কাজও শুরু করে দিয়েছে। Google-এর CEO সুন্দর পিচাই জানিয়েছে যে তারা টেলিকম সংস্থা Jio-র সহযোগিতায় একটি সস্তা স্মার্টফোন তৈরি করছে। তারা এটি নিয়ে কাজও শুরু করেছে। ফোনটি সস্তা ডেটার সঙ্গে আনা হবে। বলে দি যে গত বছর দুটি সংস্থা মিলে একটি বাণিজ্যিক চুক্তি সাইন করেছিল।

Google-Jio-র এই ডিলে, এমন একটি স্মার্টফোন তৈরি করার কথা ছিল যা বেসিক এবং এন্ট্রি লেভেল ফোন হক। এই ফোনটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে যারা এখনও ইন্টারনেট কানেক্টিভিটি এবং স্মার্টফোন থেকে বঞ্চিত রয়েছেন। গত বছরেই Jio Platforms-এ 33,737 কোটি টাকা দিয়ে 7.7 শতাংশ মালিকানা কিনে নেয় গুগল।

সুন্দর পিচাই এক ভার্চুয়াল কনফারেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, 'আমরা সস্তার স্মার্টফোনটি তৈরীর বিষয়ে জোর দিয়েছি। জিও-র সঙ্গে এ বিষয়ে কাজ চলছে।' 

খবর অনুয়ায়ী, Google এবং Jio-র এই নতুন স্মার্টফোনে থাকবে রিলায়েন্স জিও-র ইনবিল্ট সিম। এই স্মার্টফোনটি বাজারে আনার উদ্দেশ্য হল ভারতের ফিচার ফোন বা 2G ব্যবহারকারীদের 4G স্মার্টফোনে কানর্ভাট করা। এর পাশাপাশিই Google-Jio এর এই আসন্ন স্মার্টফোনে কম দামের ডেটা প্ল্যানের সুবিধাও দেওয়া হবে।

Google-Jio-র কম দামি স্মার্টফোন তৈরী করার উদ্দেশ্য হল দেশের প্রতিটি ভাগের মানুষের কাছে সস্তায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য মাথায় রেখেই সস্তার স্মার্টফোনের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।

Connect On :