Gionee X1 স্মার্টফোনটি 5 ইঞ্চির ডিসপ্লে নিয়ে লঞ্চ হল

HIGHLIGHTS

এই স্মার্টফোনটির পেছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে

Gionee X1 স্মার্টফোনটি 5 ইঞ্চির ডিসপ্লে নিয়ে লঞ্চ হল

চিনের স্মার্টফোন তৈরির সংস্থা Gionee গতকাল ভারতে তাদের নতুন স্মার্টফোন Gionee X1 লঞ্চ করেছে। এই ফোনটির দাম Rs 8,999। এই স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে আর এটি সেলের জন্য রিটেল স্টোর্সেও পাওয়া যাবে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Gionee X1 স্মার্টফোনটিতে 5 ইঞ্চির HD ডিসপ্লে আছে যা 720×1280পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই স্মার্টফোনটিতে MT6737 1.3GHz কোয়াড কোর প্রসেসার মালী T720 MP2 GPU, 2GB র‍্যাম আর 16GB’র ইনবিল্ট স্টোরেজ আছে। এই স্টোরেজকে মাইক্রো এসাডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটি এমিগা 4.0 UI আর অ্যান্ড্রয়েড 7.0 তে চলবে আর এই ফোনের ব্যাটারি 3000mAh এর। এই স্মার্টফোনটির পেছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এবার এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনের সেলফি ক্যামেরাটিও 8 মেগাপিক্সালের আর এর সঙ্গেও LED ফ্ল্যাশ আছে। এই হ্যান্ডসেটটির ডাইমেনশান 144.3 x 72.2 x 8.8 mm আর এর ওজন 145 গ্রাম।

কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে ডুয়াল সিম, 4G VoLTE, ব্লুটুথ 4.2, WiFi (802.11 b/g/n), GPS, AGS/GLONASS, 3.5mm অডিও জ্যাক আর মাইক্রো USB’র মতন ফিচার্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে এক্সিলিরোমিটার, লাইট সেন্সার, গ্র্যাভিটি আর প্রক্সিমেটারি সেন্সার আছে।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo