অ্যামাজনের ফ্যাব ফোন ফেস্টে Redmi ফোনের ওপর আকর্ষণীয় ছাড়

Updated on 10-Jun-2019
HIGHLIGHTS

এই ফেস্ট আজ থেকে 13 জুন পর্যন্ত চলবে

এখানে এক্সচেঞ্জ অফারের সুযোগও পাওয়া যাবে

অ্যামাজনে আজ থেকে শুরু হয়েছে ফ্যাব ফোন ফেস্ট আর এই ফেস্ট চলবে আগামী 13 তারিখ পর্যন্ত। এই ফেস্টে আপনারা দারুন সব রেডমি ফোন কিনতে পারবেন।

এই সেল আপনারা 6,500 টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন আর এর সঙ্গে এক্সচেঞ্জ অফারে পাবেন 3,000 টাকা পর্যন্ত ছার। তবে আসুন দেখা যাক দারুন সব রেডমি ফোন গুলি আজকে কেমন দামে কেনা যাচ্ছে।

Redmi 7

আপনারা আজকে এই সেলে এই ফোনটি মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম আখেন 9,999 টাকা বলা হয়েছে। এটি 2GB র‍্যাম আর 32GB স্টোরেজের ফোন। এখান থেকে কিনুন।

Redmi Y3

কোম্পানির এই সেলফি সেন্ট্রিক ফোনটি আপনারা আজকে এখানে 9,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম 11,999 টাকা বলা হয়েছে। এটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের ফোন। এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

Redmi 6A

এই রেডমি ফোনটি আপনারা আজকে এখানে মাত্র 5,999 টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 6,999 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Mi A2

আজকে মির এই দারুন ক্যামেরা যুক্ত ফোনটি আপনারা এখানে এই সেলে মাত্র 10,999 টাকায় কিনেত পারবেন। আর সাইটে এর আসল দাম 17,499 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

Redmi 6 Pro

আজকে এই ফোনটি আপনারা মাত্র 8,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 11,499 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজে পাবেন। এখান থেকে কিনুন।

Redmi Note 5 Pro

রেডমির নোট সিরিজের এই জনপ্রিয় ফোনটি আপনারা আজকের সেলে এখানে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 15,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :