POCO F1 মোবাইল ফোনটির 6GB/128GB ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমেছে, তবে এটি লিমিটেড সময়ের জন্য কমেছে, এই অফার 25 মার্চ থেকে 28 মারচের মধ্যে পাওয়া যাবে, আর এর আগে এই ফোনটি এর আসল দামেই কিনতে হবে
Xiaomi তাদের POCO F1 ফোনটির 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত কমাবে বলেছিল, আর এবার এই ফোনটি আপনারা এই দাম কমার পরে মাত্র 20,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনটির এই দাম লিমিটেড সময়ের জন্য পাওয়া যাবে। এই ফোনটি এই দামে 25 মার্চ থেকে 28 মারচের মধ্যে কেনা যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
আপনাদের বলে রাখি যে এই ফোনটি 25 মার্চ থেকে ফ্লিপকার্ট আর Mi.com য়ে সেলে পাওয়া যাবে, এই দামে ফোনটি 28 মার্চ পর্যন্ত কেনা যাবে। আপনাদের বলে রাখি যে আপনারা POCO F1 ফোনটির 6GB/128GB আর 8GB/256GB মডেল এই দামে মানে 19,999 টাকা আর 27,999 টাকায় কিনতে পারেন। আর এই ফোনের ওপরে 2000 টাকা আর 3000 টাকার ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর ফ্লিপকার্টে এই ফোনটি এই দামে 25 থেকে 28 মারচের মাধ্যে কেনা যাবে।
POCO F1 ফোনে আপনারা একটি হাই এন্ড চিপসেট পাবেন আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12+5MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 20 মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এটি কোয়াল্কমের কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।
POCO F 1 ফোনটিতে 6.18 ইঞ্চির একটি FHD+ 18:7:9 অ্যাস্পেক্ট রেশিওর স্ক্রিন আছে আর এই ফোনে একটি নচও দেওয়া হয়েছে। ফোনটিতে আপনারা হাইব্রিড ডুয়াল সিম স্লট পাবেন। আর এই ফোনে ডুয়াল VoLTE সাপোর্ট পাবেন। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC আর 4000mAh ব্যাটারি যুক্ত ফোন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।