ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা অফারের দারুন ফোনের ডিল
এই অফার 19 ফেব্রুয়ারি শুরু হয়েছে আর এটি আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে
ফ্লিপকার্টে গত 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মোবাইল বোনাঞ্জা সেলে বেশ কিছু স্মার্টফোনের ওপরে দারুন সব অফার দেওয়া হচ্ছে। এই সেল আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই সেলে আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে কেনা কাটা করলে 10% ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাবেন। আর এই অফারে বেশ কিছু ফোনের সঙ্গে 99 টাকার মোবাইল প্রোটেকশানও পাওয়া যাচ্ছে। আসুন তবে দেখা যাক যে আজকে কোন ফোনে কেমন অফার পাওয়া যাচ্ছে।
SurveyAsus Zenfone Max Pro M1
আজকের এই সেলে আপনারা এই ফোনটি 8,499 টাকায় কিনতে পারবেন, আর সাইটে এর আসল দাম 10,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা 3GB র্যাম আর 32GB স্টোরেজে কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা 13+5MP র রেয়ার ক্যামেরার সঙ্গে 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।
Vivo V9 Pro
দারুন এই ভিভো ফোনটি আপনারা 13,990 টাকায় কিনতে পারবেন, সাইটে এই ফোনের আসল দাম 17,990 টাকা বলা হয়েছে। এই ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজে কেনা যাবে। আর এই ফোনটিতে আপনারা 13+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।
Realme C1
আজকে এই রিয়েলমির ফোনটি আপনারা এখানে মাত্র 8,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 8,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 2GB র্যাম আর 16GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে 13+2MP র ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
Redmi Note 6 Pro
আজকে এই রেডমির ফোনটি আপনারা এই সেলে মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 15,999 টাকা বলা হয়েছে। এই ফোনটি 4GB র্যাম আর 64GB স্টোরেজে কেনা যাবে।এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 12+5MP র ক্যামেরার সঙ্গে 10+2MP র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।
Motorola One Power
আজকে এই মোটোরোলার ফোনটি আপনারা এই সেলে মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের আসল দাম 18,999 টাকা বলা হয়েছে। এই ফোনে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 16+5মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে 12মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরা করেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।